কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

কমলো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকে কার্যকর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন পাঁচটি সঞ্চয় প্রকল্পের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। স্কিমভেদে নতুন মুনাফার হার সর্বোচ্চ ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই হার আজ মঙ্গলবার, ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়। তখন স্কিম অনুযায়ী সর্বোচ্চ মুনাফার হার ছিল ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত।

রাষ্ট্রপতির আদেশে গতকাল সোমবার (৩০ জুন) সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে স্বাক্ষর করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন।

মুনাফার হার কমানো পাঁচ স্কিমের মধ্যে রয়েছে—পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব।

আগের নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুটি স্তর বজায় রাখা হয়েছে। প্রথম স্তরে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা, আর দ্বিতীয় স্তরে রাখা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীদের।

এ ছাড়া জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা চারটি প্রকল্প—ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

কোন সঞ্চয়পত্রে কত মুনাফা

বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি) : সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১.৮৩ শতাংশ, যা আগে ছিল ১২.৪০ শতাংশ। একই হার এখন প্রযোজ্য হবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগেও, যা আগে ছিল ১২.৩৭ শতাংশ। তবে প্রথম চার বছর মুনাফা ধাপে ধাপে কিছুটা কম পাওয়া যাবে।

তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদি) :

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে নতুন মুনাফার হার ১১.৮২ শতাংশ; পূর্বে যা ছিল ১২.৩০ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১.৭৭ শতাংশ; যা আগে ছিল ১২.২৫ শতাংশ। প্রথম ও দ্বিতীয় বছরে মুনাফার হার তুলনামূলকভাবে কম থাকবে।

পেনশনার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি):

সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১১.৯৮ শতাংশ, যা আগে ছিল ১২.৫৫ শতাংশ। এর চেয়ে বেশি বিনিয়োগে মুনাফার হার হবে ১১.৮০ শতাংশ; আগে যা ছিল ১২.৩৭ শতাংশ। এখানেও প্রথম চার বছর মুনাফা ধাপে ধাপে কমে আসবে।

পরিবার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি):

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১১.৯৩ শতাংশ; আগে ছিল ১২.৫০ শতাংশ। এর বেশি হলে মুনাফার হার হবে ১১.৮০ শতাংশ, যা পূর্বে ছিল ১২.৩৭ শতাংশ। প্রতি বছর মুনাফা ধাপে কমে আসবে।

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব (৩ বছর মেয়াদি):

সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা নির্ধারিত হয়েছে ১১.৮২ শতাংশ, যা আগে ছিল ১২.৩০ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৭৭ শতাংশ; পূর্বে যা ছিল ১২.২৫ শতাংশ।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, সামগ্রিক সুদহারের বর্তমান প্রবণতা এবং আর্থিক খাতের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এতে স্বল্প আয়ের জনগণ এবং অবসরপ্রাপ্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান

এনআইডিতে বাবার বয়স ৫৮, ছেলের ১০৭ 

আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস কনফারেন্স সম্পন্ন 

মেগাস্টার শাকিব, অন্য সবাই চিত্রনায়ক কেন : জাহিদ হাসান

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ সমর্থন ১৪ জুলাই

সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই : আখতার

‘কনজুমার খাত ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে’

চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান

জুলাইকে উপজীব্য করে একাডেমিক প্রকল্পের উদ্যোগ নিয়েছি : ঢাবি ভিসি 

১০

ফিলিস্তিনের জন্য শোক বই, জমা পড়েছে ৮০০০ লেখা 

১১

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫

১২

জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য 

১৩

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’

১৪

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

১৫

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার উল্লাস পাল

১৬

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বড় ১০ খবর

১৭

ঢাবিতে গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা 

১৮

২০২৬ বিশ্বকাপে সূর্যই প্রতিপক্ষ? সময় পরিবর্তনের আহ্বান ফিফপ্রোর

১৯

সেপটিক ট্যাংকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ, দেবর আটক

২০
X