সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

সিগারেট খাওয়ার ভিডিও ধারণ, অভিমানে ছাত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার ম্যাপ।
কুষ্টিয়ার ম্যাপ।

বিদ্যালয়ের ছাদে সিগারেট খাচ্ছিলেন পাঁচজন ছাত্রী। এদৃশ্য দেখে তা ভিডিও ধারণ করেন দুই শিক্ষক ও এক আয়া। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করে ছাত্রীদের ডেকে এনে মারধর করে টিসি ও অভিভাবকদের জানিয়ে দেওয়ার ভয় দেখান শিক্ষকরা। সেই অভিমানে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এক ছাত্রী। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আরও এক ছাত্রী।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম মোছা. জিনিয়া খাতুন (১৪)। তিনি ওই গ্রামের ব্যবসায়ী জিল্লুর রহমানের মেয়ে এবং সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে নিহত ছাত্রীর মামা জাহিদ হোসেন জানান, পাঁচজন ছাত্রী বিকেল সাড়ে তিনটার দিকে ছাদে সিগারেট খাচ্ছিল। তার ভাগ্নি জিনিয়া সেখানে ছিল। সিগারেট খাওয়ার দৃশ্য লাল্টু ও ওয়ালিউর রহমান নামে দুই শিক্ষক এবং আয়া শিউলি খাতুন ভিডিও করেন। পরে ছাত্রীদের ডেকে এনে মারধর করেন এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া ও অভিভাবকদের জানানোর ভয় দেখান।

তার ভাষ্য, ‘বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফিরে শিক্ষকদের ওপর অভিমান করে নিজ ঘরে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জিনিয়া। মঙ্গলবার থানায় মামলা করা হবে।’

জানতে চাইলে কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর ও নিহত ছাত্রীর নানা গাজীউর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা ভুল করতেই পারে। তাই বলে কি শিক্ষকরা এভাবে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাবে। তিনি শিক্ষকদের শাস্তির দাবি জানান।’

এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউর রহমানের মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ জানান, তিনি বিকেলে কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে এসেছিলেন। পরে একজনের মাধ্যমে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনা শুনেছেন। তবে ঘটনা সত্য নাকি মিথ্যা তা কাল জানা যাবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাজী এজাজ কায়সার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।’

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, ‘মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন : যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১০

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১১

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১২

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৩

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৪

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৫

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৬

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৭

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৮

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৯

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

২০
X