মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি ঘাট ও সড়কে থমকে আছে বিভিন্ন যানবাহন। ছবি : কালবেলা
ফেরি ঘাট ও সড়কে থমকে আছে বিভিন্ন যানবাহন। ছবি : কালবেলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে নাব্য সংকটের কারণে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

শনিবার (২ নভেম্বর) দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।

ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট পাড়ে অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালকসহ সহযোগীদের।

তবে আগামীকাল রোববার (৩ নভেম্বর) ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে নাব্য সংকটে ওই নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। এমতাবস্থায় ৫ থেকে ৬টি যানবাহন নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখা হয়। কিন্তু নদীতে দ্রুত পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরও সরু হয়ে পড়ে। পাঁচটি ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ করেও নাব্য ঠিক রাখা যাচ্ছে না। ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরি চলাচল করায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ কারণে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতেই অবশেষে শুক্রবার দিনগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। নৌপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে।

আটকেপড়া ট্রাকচালক আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় আরিচা ঘাটে আসি, যাব নাটোর। তিনি আরও বলেন, ফেরিতে নদী পারাপারে একটু রেস্ট পাওয়া যায় এবং আরামদায়ক ও সহজে যাতায়াত করা যায় বলে আমরা এ রুটটি ব্যবহার করি। কিন্তু নৌপথে ফেরি চলাচল বন্ধ হওয়ায় তাদের অনেক কষ্ট হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির আরিচাঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, নাব্য সংকটের শুরু থেকেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ড্রেজিং কাজও চলমান রয়েছে। এরপরও বিগত কয়েকদিন ধরে ফেরি ডুবোচরে ধাক্কা খেয়ে চলাচল করছিল, যা অনেকটা ঝুঁকিপূর্ণ বিধায় রাত ১০টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি ধারণা করছেন রোববার ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাব্য সংকট কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানে যাত্রী হয়রানি রোধে সরকারের জরুরি নির্দেশনা

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১০

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১১

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১২

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৩

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৪

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৫

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৬

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৭

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১৮

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

১৯

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

২০
X