গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রেললাইনে লরি, পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান

গেটম্যানের সাহসিকতায় আটকে থাকা ট্রেনটি। ছবি : কালবেলা
গেটম্যানের সাহসিকতায় আটকে থাকা ট্রেনটি। ছবি : কালবেলা

রেলওয়ের লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায় ইটবোঝাই লরি। এ সময় ট্রেন আসতে দেখে সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কিন্তু ব্যতিক্রম রেলওয়ের গেটম্যান আমির হোসেন। তিনি ট্রেন থামানোর জন্য লাল পতাকা উড়িয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে শুরু করেন। এমন দৃশ্য দেখে ট্রেন চালক ট্রেন থামান।

শনিবার (২ নভেম্বর) বিকেলে জামালপুর-চট্টগ্রাম রেলপথে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। গেটম্যানের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

জানা গেছে, শনিবার বিকেলে গৌরীপুর পৌর শহরের গাওগৌরীপুর এলাকার ইটভাটা থেকে লরিতে ইটবোঝাই করে ময়মনসিংহ যাচ্ছিলেন চালক তাইজুল ইসলাম সাইমন। পথিমধ্যে লরিটি গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন (জামালপুর-চট্টগ্রাম রেলপথ) লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন পৃথক হয়ে রেললাইনে আটকে পরে। এমন সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস রেলওয়ের আউটার সিগন্যাল এলাকায় প্রবেশ করলে লেভেল ক্রসিংয়ের গেটম্যান আমির হোসেন দুর্ঘটনা এড়াতে লাল পতাকা নিয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে থাকে ট্রেন থামানোর জন্য। বিষয়টি ট্রেন চালকের নজরে আসলে তিনি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি গিয়ে ট্রেন থামান।

মো. আমির হোসেন বলেন, ট্রেন আসার পূর্বমুহূর্তে রেলগেটের ওপরে ইটবোঝাই লরি আটকে যায়। ট্রেন আসতে দেখে দৌড়ে লাল নিশান উড়িয়ে ট্রেনটিকে থামাতে সক্ষম হয়েছি।

উপজেলা সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব মুফতি মো. জিনাদ হোসেন বলেন, গেটম্যানের সাহসিকতায় ট্রেন ও যাত্রীরা বড়ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল।

পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লার কৃষক দল নেতা রফিক উদ্দিন চৌধুরী বলেন, আমরা দেখলাম ট্রাকটি রেললাইনের ওপরে, চারদিকে চিৎকার করছে। গেটম্যান লাল রঙের একটি বিশাল পতাকা নিয়ে ট্রেন যে দিকে আসছে সেই দিকে ছুটছেন। মনে হয় যেন সিনেমার দৃশ্য।

লরি চালক তাইজুল ইসলাম সাইমন বলেন, গাঁওগৌরীপুর ইটভাটা থেকে ইট নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলাম। রেলক্রসিং অতিক্রমের সময় লরির ইঞ্জিন বডি থেকে পৃথক হয়ে যায়। পরে লাল নিশান উড়িয়ে গেটম্যান ট্রেন থামায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাক সরিয়ে আনা হয়।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, ১৭টি কোচ নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে জামালপুরগামী আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গৌরীপুর জংশনে আসছিল। এমন সময় রেলগেটে লরি আটকে গেলে গেটম্যান বিষয়ে আমাদের জানানোর পর কন্ট্রোলকে অবহিত করি। গেটম্যান লাল নিশান উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হয়। ট্রেনটি প্রায় ২০মিনিট আটকে ছিলো। এ ঘটনায় কেউ আহত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না

সংগ্রাম, প্রত্যাবর্তন ও রাজত্ব: সাকিবকে ঘিরে ছোটবেলার বন্ধুর অনন্য গল্প

বিশ্ব জনসংখ্যা দিবস / তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে তৈরি হবে সুস্থ-সমৃদ্ধ বিশ্ব

জুলাই স্মরণে যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

ব্যবসায়ী হত্যা : যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার

ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম রয়েছে, আশঙ্কা ইসরায়েলের

মিটফোর্ডে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

‘জাতির সংকটে আল মাহমুদের কবিতা মুক্তির পথনির্দেশ করেছে’

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

‘ভবিষ্যতের চলচ্চিত্র : বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার

১০

বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা মেলেনি

১১

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যা : অস্ত্রসহ গ্রেপ্তার ৪

১২

একই বিষয়ে বিদ্যালয়ের ৬৮ শিক্ষার্থী ফেল

১৩

‘হাসিনা সরকারের সহিংসতার সূচনা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে’

১৪

সাফল্য অক্ষুণ্ন রাখল তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

১৫

এনসিপির প্রতি ইশরাকের চ্যালেঞ্জ

১৬

বিএনপির ১১ নেতা বহিষ্কার

১৭

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির নতুন কমিটি 

১৮

সিলেট বিভাগের ১৯টি আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের

১৯

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা

২০
X