গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রেললাইনে লরি, পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান

গেটম্যানের সাহসিকতায় আটকে থাকা ট্রেনটি। ছবি : কালবেলা
গেটম্যানের সাহসিকতায় আটকে থাকা ট্রেনটি। ছবি : কালবেলা

রেলওয়ের লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায় ইটবোঝাই লরি। এ সময় ট্রেন আসতে দেখে সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কিন্তু ব্যতিক্রম রেলওয়ের গেটম্যান আমির হোসেন। তিনি ট্রেন থামানোর জন্য লাল পতাকা উড়িয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে শুরু করেন। এমন দৃশ্য দেখে ট্রেন চালক ট্রেন থামান।

শনিবার (২ নভেম্বর) বিকেলে জামালপুর-চট্টগ্রাম রেলপথে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। গেটম্যানের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

জানা গেছে, শনিবার বিকেলে গৌরীপুর পৌর শহরের গাওগৌরীপুর এলাকার ইটভাটা থেকে লরিতে ইটবোঝাই করে ময়মনসিংহ যাচ্ছিলেন চালক তাইজুল ইসলাম সাইমন। পথিমধ্যে লরিটি গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন (জামালপুর-চট্টগ্রাম রেলপথ) লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন পৃথক হয়ে রেললাইনে আটকে পরে। এমন সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস রেলওয়ের আউটার সিগন্যাল এলাকায় প্রবেশ করলে লেভেল ক্রসিংয়ের গেটম্যান আমির হোসেন দুর্ঘটনা এড়াতে লাল পতাকা নিয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে থাকে ট্রেন থামানোর জন্য। বিষয়টি ট্রেন চালকের নজরে আসলে তিনি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি গিয়ে ট্রেন থামান।

মো. আমির হোসেন বলেন, ট্রেন আসার পূর্বমুহূর্তে রেলগেটের ওপরে ইটবোঝাই লরি আটকে যায়। ট্রেন আসতে দেখে দৌড়ে লাল নিশান উড়িয়ে ট্রেনটিকে থামাতে সক্ষম হয়েছি।

উপজেলা সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব মুফতি মো. জিনাদ হোসেন বলেন, গেটম্যানের সাহসিকতায় ট্রেন ও যাত্রীরা বড়ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল।

পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লার কৃষক দল নেতা রফিক উদ্দিন চৌধুরী বলেন, আমরা দেখলাম ট্রাকটি রেললাইনের ওপরে, চারদিকে চিৎকার করছে। গেটম্যান লাল রঙের একটি বিশাল পতাকা নিয়ে ট্রেন যে দিকে আসছে সেই দিকে ছুটছেন। মনে হয় যেন সিনেমার দৃশ্য।

লরি চালক তাইজুল ইসলাম সাইমন বলেন, গাঁওগৌরীপুর ইটভাটা থেকে ইট নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলাম। রেলক্রসিং অতিক্রমের সময় লরির ইঞ্জিন বডি থেকে পৃথক হয়ে যায়। পরে লাল নিশান উড়িয়ে গেটম্যান ট্রেন থামায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাক সরিয়ে আনা হয়।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, ১৭টি কোচ নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে জামালপুরগামী আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গৌরীপুর জংশনে আসছিল। এমন সময় রেলগেটে লরি আটকে গেলে গেটম্যান বিষয়ে আমাদের জানানোর পর কন্ট্রোলকে অবহিত করি। গেটম্যান লাল নিশান উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হয়। ট্রেনটি প্রায় ২০মিনিট আটকে ছিলো। এ ঘটনায় কেউ আহত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর

পিকে হালদারের সহযোগী তাজবীরের জামিন

চট্টগ্রামে মিলল বিপুল জাল টাকা

পেনাল্টিতে গোল হজম করে বিরতিতে হামজারা

১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ২৯ জেলায় বৃষ্টির আভাস

মিরপুরের আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

নভেম্বরে গণভোট চাওয়াদের কোনো মাস্টারপ্ল্যান আছে কিনা, প্রশ্ন রিজভীর

ফ্রান্সে ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব

শাপলা প্রতীক না পাওয়ার প্রশ্নে যা বললেন সারজিস আলম

দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ব্রাজিলের হার

১০

ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী

১১

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

১২

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

১৩

সরিয়ে দেওয়া হলো শিক্ষার ডিজিকে 

১৪

ভিকারুননিসার ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

১৫

গাজাকে নতুন করে নির্মাণ নিয়ে কী বলছেন ট্রাম্প

১৬

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন  / বেবী নাজনীন, পূর্ণিমা এবং কাজী জেসিন

১৭

শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে

১৮

টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল হৃদয়ের

১৯

সেপ্টেম্বরে সড়কে ঝড়ল ৫০২ প্রাণ

২০
X