চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চাটমোহরে বাড়ি থেকে বের হতে পারছেন না ২২ পরিবার

পাবনার চাটমোহরের কাটেঙ্গা গ্রামে রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় বাড়ি থেকে বের হতে পারছেন না ২২ পরিবারের লোকজন। ছবি : কালবেলা
পাবনার চাটমোহরের কাটেঙ্গা গ্রামে রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় বাড়ি থেকে বের হতে পারছেন না ২২ পরিবারের লোকজন। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের একটি রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় দুর্ভোগে পড়েছেন ওই গ্রামের ২২টি পরিবারের শতাধিক মানুষ।

অভিযোগ উঠেছে, কাটেঙ্গা গ্রামের ওয়াজেদ আলী প্রাংসহ তার লোকজন রাস্তায় এ প্রতিবন্ধকতা তৈরি করেছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে এবং স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগীরা। আদালত মামলাটি আমলে নিয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বাদী অ্যাডভোকেট আব্দুর রউফ প্রাং এর বাড়ি থেকে মৃত ইউসুফ প্রাং এর বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট লম্বা ও ১২ ফুট প্রশস্ত রাস্তাটিতে দুইশত বছর ধরে স্থানীয়রা যাতায়াত করেন। রাস্তাটি গুমানী নদী সংলগ্ন কাটেঙ্গা দক্ষিণপাড়া থেকে কাটেঙ্গা বাজারগামী। বাদীসহ ২২ পরিবারের শতাধিক মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে এ রাস্তায় যাতায়াত করেন। জনস্বার্থে স্থানীয় সরকারের পক্ষে ইউনিয়ন পরিষদে অনেকবার এ রাস্তায় মাটি ভরাট, সংস্কার ও মেরামত করেছে।

গত ২৬ জুলাই একই এলাকার ওয়াজেদ আলী প্রাং, আহেদ আলী প্রাং, সবুরা খাতুন, আফরোজা খাতুন, ফরিদা খাতুন ও শামসুন্নাহার জোটবদ্ধ হয়ে তাদের অন্য লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তাটি দখল করে বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে আটকে দেন। এ ঘটনার পর নিষ্পত্তির জন্য স্থানীয়রা একাধিকবার সালিশ বৈঠক করলেও নিষ্পত্তি হয়নি।

মামলার বাদী আব্দুর রউফ জানান, দীর্ঘদিন ধরেই ওয়াজেদ প্রাং অবৈধভাবে রাস্তাটি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিলেন। বাঁশ, খুঁটি দিয়ে দখল করে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তারা প্রভাবশালী হওয়ায় স্থানীয় বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বিচার পায়নি। বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়েছি।

অহেদ আলী প্রাং জানান, আমার বাপ ছিল একা। এখন আমাদের লোকজন বেড়ে গেছে। আমাদের বাড়ির জায়গা হচ্ছে না। বাপ থাকতে রাস্তার মধ্যে জমি ফেলে রেখেছিলেন। মানুষের চলাচলের জন্য আমরাও রাস্তা দিয়ে রেখেছিলাম। রাস্তার জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটুকু ঘিরে দিয়েছি। এখানে সরকারি জমি বা রাস্তা নেই।

এ বিষয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলের কাছে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। আদালতে মামলা হয়েছে কি না জানি না। আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।

অথচ আজ সোমবার ঘটনাস্থল সরেজমিনে তদন্তে যাবেন উল্লেখ করে উভয়পক্ষকে স্বাক্ষ্য প্রমাণ নিয়ে উপস্থিত থাকতে নোটিশ জারি করেছেন তিনি। নোটিশের বিষয়টি অবহিত করলে তিনি জানান, যদি আপনার কাছে আমার স্বাক্ষরিত কোনো নোটিশ থেকে থাকে তাহলে ঠিক আছে। আমি সরেজমিন তদন্তে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১১

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১২

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৩

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৪

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৫

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৬

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১৭

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৯

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

২০
X