কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিবাহবিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল যুবকের

বিচ্ছেদের পরে দুধ দিয়ে গোসল করেছেন আবু তালেব ইসলাম নামে এক যুবক। ছবি : কালবেলা
বিচ্ছেদের পরে দুধ দিয়ে গোসল করেছেন আবু তালেব ইসলাম নামে এক যুবক। ছবি : কালবেলা

খুলনার কয়রায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে দুধ দিয়ে গোসল করেছেন আবু তালেব ইসলাম নামে এক যুবক। আলোচিত এই যুবক উপজেলার সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামের মাহবুর সরদারের ছেলে। তিনি ঝিলিয়াঘাটা বাজারে ওষুধের ব্যবসা করেন।

সোমবার (৪ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। মনের আনন্দে তার নিজ বাড়িতে ১৫ লিটার দুধ দিয়ে গোসল করেন আবু তালেব। শুধু তাই নয়, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে মিষ্টিও বিতরণ করেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভি‌ডিওতে দেখা যায়, এক যুবক বাড়ির উঠানে চেয়ারের ওপর বসে আছে। পাশে রয়েছে কলসভ‌র্তি দুধ। সেখানে থাকা তার বন্ধুরা মগ দিয়ে তার মাথা ও শরীরে দুধ ঢেলে গোসল করাচ্ছেন। এ সময় তাকে বেশ হা‌সিখু‌শিও দেখা যায়।

আবু তালেব ইসলাম জানান, তাদের সংসারে কোনো দুঃখ-কষ্ট অভাব-অনটন ছিল না। কিন্তু তার স্ত্রী তামান্না খাতুন অবাধ স্বাধীনতা চায়, বিয়ের পরেও পড়াশোনা করতে চায়। তার বন্ধুবান্ধবের সঙ্গে অবাধে যোগাযোগ রাখতে চায়। আমার স্ত্রী তামান্নার শর্ত আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি।

তিনি বলেন, এখন অনেক কষ্টের মধ্যে দিয়েও ভালো আছি। বিয়ের কিছুদিন পর থেকে অনেক অশান্তিতে ছিলাম। আমার স্ত্রী সব সময় স্বাধীনভাবে চলতে চাইত। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু সে কোনোভাবেই সংসার করতে রাজি না।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের ৩ মে কয়রা ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের আবুল বাশার সানার মেয়ে তামান্না খাতুনের সঙ্গে আবু তালেবদের দুই পরিবারে সম্মতিতে ইসলামি শরিয়াহ মোতাবেক পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতো পার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। একপর্যায়ে তামান্না খাতুন আবু তালেবের সংসার করতে না চাইলে দীর্ঘদিন বাবার বাড়িতে থাকে। পরে স্থানীয়ভাবে মীমাংসার পর উভয়ের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত হয়।

অবশেষে গত রোববার (৩ নভেম্বর) বিকেলে দুই পরিবারে সম্মতিতে উপজেলা কাজী অফিসের মাধ্যমে তাদের আপস তালাক হয়। এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে মনের আনন্দে আবু তালেব ১৫ লিটার দুধ দিয়ে গোসল করেন।

ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অনেকবার মীমাংসার চেষ্টা করেছি কিন্তু মেয়ে কোনোভাবেই সংসার করতে রাজি নয়। এ জন্য দুই পরিবারের সম্মতিতে আপস তালাকের মাধ্যমে বিচ্ছেদ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১০

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

১১

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? যা বলছে ইসলাম

১২

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

১৩

খেলার অনুষ্ঠানে টাকা দেওয়ায় জামায়াতের প্রার্থীকে শোকজ

১৪

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ

১৫

মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

১৬

২৪ ঘণ্টার মধ্যে মুছাব্বিরের খুনিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি : স্বেচ্ছাসেবক দল

১৭

ইতিহাস থেকে জামায়াতকে শিক্ষা নেওয়া উচিত : হুম্মাম কাদের 

১৮

নবম পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বনিম্ন বেতন যত

১৯

হাই তোলার সময় যা করতে বলেছেন নবীজি (সা.)

২০
X