জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিনব্যাপী কোরআন খতম ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকেই জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
দুপুরে খাবার বিতরণের সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফিরোজ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ানুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সিটি, ইমরান হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সন্ধ্যায় স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন