জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সম্মেলনস্থল। ছবি : কালবেলা
জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সম্মেলনস্থল। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীসহ শহিদুল ইসলাম নিরব নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোগলদিঘা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে শুক্রবার বিকেলে ছাত্র ইউনিয়নের সম্মেলন আহ্বান করে পোগলদিগা ইউনিয়ন কমিউনিস্ট পার্টি। পরে সম্মেলনের একপর্যায় ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে অতর্কিত হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুম নামে এক ব্যক্তি জানান, সম্মেলন চলাকালে পোগলদিগা এবং আশেপাশের ছাত্রদলের বিশজন নেতাকর্মীরা দশটি মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে।

এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিলেও তাকে মারধর করে হামলাকারীরা। তাদের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হলে আহত সাংবাদিক শহিদুল ইসলাম নিরবকে স্থানীয়দের সহযোগিতায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক শহিদুল ইসলাম নিরব কালবেলাকে জানান, পোগলদিগা ডিগ্রি কলেজে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গেলে একদল লোক লাঠিসোঁটা নিয়ে সম্মেলনে হামলা চালায়। এসময় তাকেও এলোপাতাড়ি মারধর করে হামলাকারীরা জানিয়ে নিরব বলেন, তাদের সবাই আমার অপরিচিত মুখ।

ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মাহিন কালবেলাকে জানান, আমাদের সম্মেলন চলাকালে ছাত্রদলসহ বিএনপির লোকজন অতর্কিত হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাহিন বলেন, ছাত্রদলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ছাত্র ইউনিয়নের সম্মেলনে ছাত্রদলের হামলার বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ কালবেলাকে জানান, এ বিষয়ে তার জানা নেই। জেনে তারপর সাংবাদিকদের জানাতে পারবো।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া জানান, মারধরের ঘটনা শুনেছি। পুলিশ হাসপাতালে সাংবাদিকের খোঁজখবর নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ম্যান্ডেট ছাড়া রাখাইনে করিডোর নয়: বিএসপি

স্বাস্থ্য পরামর্শ / বর্ষাকালীন অসুখ থেকে বাঁচতে বয়স্কদের এখনই সচেতন হতে হবে

মুক্তির পথে তারাগঞ্জ যাতায়াতে হাজারো মানুষের ভোগান্তি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার দেশে ফেরা পেছাল

মানারাতে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা 

ঝুঁকি নিয়েই চলছে চার বিদ্যালয়ের পাঠদান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির গণপদযাত্রা কাল

১০

সংস্কারের নামে সময় নষ্ট করবেন না: অ্যাডভোকেট সালাম

১১

খুবি শিক্ষার্থী নোমানের সনদ বাতিল

১২

খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন

১৩

ভারতে গেলেন সন্তু লারমা

১৪

বিরল সাপের কামড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

১৫

রহস্যের জট খোলেনি সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের

১৬

ছাত্রদল নেতার হাতে জিম্মি মহাসড়ক

১৭

ছবি পাল্টে বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতা তোলেন ছোট ভাই

১৮

ফুল-ফসলের বিষে কমছে ফুলটুনি

১৯

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X