জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সম্মেলনস্থল। ছবি : কালবেলা
জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সম্মেলনস্থল। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীসহ শহিদুল ইসলাম নিরব নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোগলদিঘা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে শুক্রবার বিকেলে ছাত্র ইউনিয়নের সম্মেলন আহ্বান করে পোগলদিগা ইউনিয়ন কমিউনিস্ট পার্টি। পরে সম্মেলনের একপর্যায় ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে অতর্কিত হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুম নামে এক ব্যক্তি জানান, সম্মেলন চলাকালে পোগলদিগা এবং আশেপাশের ছাত্রদলের বিশজন নেতাকর্মীরা দশটি মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে।

এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিলেও তাকে মারধর করে হামলাকারীরা। তাদের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হলে আহত সাংবাদিক শহিদুল ইসলাম নিরবকে স্থানীয়দের সহযোগিতায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক শহিদুল ইসলাম নিরব কালবেলাকে জানান, পোগলদিগা ডিগ্রি কলেজে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গেলে একদল লোক লাঠিসোঁটা নিয়ে সম্মেলনে হামলা চালায়। এসময় তাকেও এলোপাতাড়ি মারধর করে হামলাকারীরা জানিয়ে নিরব বলেন, তাদের সবাই আমার অপরিচিত মুখ।

ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মাহিন কালবেলাকে জানান, আমাদের সম্মেলন চলাকালে ছাত্রদলসহ বিএনপির লোকজন অতর্কিত হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাহিন বলেন, ছাত্রদলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ছাত্র ইউনিয়নের সম্মেলনে ছাত্রদলের হামলার বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ কালবেলাকে জানান, এ বিষয়ে তার জানা নেই। জেনে তারপর সাংবাদিকদের জানাতে পারবো।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া জানান, মারধরের ঘটনা শুনেছি। পুলিশ হাসপাতালে সাংবাদিকের খোঁজখবর নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে’

বাবার বাড়িতে এসে নিজেকে শেষ করলেন গৃহবধূ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

১০

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

১১

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

১২

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

১৩

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

১৪

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১৫

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১৬

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১৭

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

১৯

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

২০
X