কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি সাড়ে তিনশ ‘শহীদ’ পরিবারের পাশে দাঁড়িয়েছে : রুমন

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। ছবি : কালবেলা
‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। ছবি : কালবেলা

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি এখন পর্যন্ত ‘শহীদ’ সাড়ে তিনশ’র অধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

শনিবার (১৬ নভেম্বর) বরিশালের বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে ‘শহীদ’ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। তারেক রহমানের পক্ষ থেকে ইতোমধ্যে তারা অনেক পরিবারের দায়িত্ব নিয়েছেন, অনেক পরিবারের লেখাপড়া, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গত জুলাই-আগস্টের গণআন্দোলনে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে নিহত ‘শহীদ’ পরিবারগুলোকে নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে ওই ছয় জেলার ৩১টি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আজকে তাদের এখানে আসা। তিনি তারেক রহমানের দু-তিনটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিবেন। চব্বিশের গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন- অসহায় সেসব পরিবারের পাশে দাঁড়াতে, তাদের সুখ-দুঃখের সাথী হতে তিনি (তারেক রহমান) তাদেরকে এখানে পাঠিয়েছেন। এরই অংশ হিসেবে তারা ২৭টি জেলায় কার্যক্রম শেষ করে আজকে ২৮তম জেলা বরিশালের বাকেরগঞ্জে এসেছেন। তারা এ পর্যন্ত শুধু ৩৫০ এর অধিক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আতিকুর রহমান রুমন তার বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রিজভীর অবদান তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে রুহুল কবির রিজভী ভাই ব্যাপক পরিশ্রম করে যাচ্ছেন। গণতন্ত্রের পক্ষের যে আন্দোলন, সেখানে উনি সব সময় উদীয়মান হয়ে দাঁড়িয়েছেন গণতন্ত্র মুক্তির ঝান্ডা হাতে নিয়ে।

তিনি আরও বলেন, ‘নব্বইয়ে আমরা যখন কলেজে পা রেখেছিলাম, তখন উনার (রিজভী) বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছিলাম। এই সেই রিজভী ভাই, যিনি আজও গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছেন।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হিমেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউল্যাবে অনুষ্ঠিত হলো বৃহত্তম মার্কেটিং সামিট 

থানার ব্যারাকে ধর্ষণের শিকার সেই নারী সতীনের সংসার করতে চান

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হয়নি : ডা. জাহিদ

‘পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে’

সমাজের বরণীয়দের সব সময় স্মরণে রাখতে হবে : অপর্ণা রায়

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

রাহুল গান্ধীকে চুমু যুবকের, অতঃপর...

৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার

জুলাই যোদ্ধা ফারুকের গাল থেকে গুলি অপসারণ

ক্যানসারের চতুর্থ পর্যায়ে অভিনেত্রী তন্নিষ্ঠা

১০

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

১১

রাবিতে নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

১২

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

১৩

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই

১৪

মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, অথচ কুকুরদের খাওয়ালেই যত দোষ: শ্রীলেখা

১৫

টানা ৬ ঘণ্টা ধরে জবি ভিসি ট্রেজারার প্রক্টরসহ কর্মকর্তারা অবরুদ্ধ 

১৬

৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

১৭

সাতক্ষীরায় প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

১৮

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান

১৯

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু ভেঙে দিল বিদ্রোহীরা

২০
X