হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল-ছাত্রদল নেতাদের বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

অভিযুক্ত আ.লীগ নেতা দুলাল মিয়া। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আ.লীগ নেতা দুলাল মিয়া। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যুবদল ও ছাত্রদল নেতাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এসময় তাদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মিরপুর বাজার শায়েস্তাগঞ্জ রোডে হেলাল মিয়ার মালিকানাধীন সারবানু ট্রেডার্স নামক দোকানে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ওই আ.লীগ নেতার নাম দুলাল মিয়া। মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা। তিনি বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

অপর দিকে আহত যুবদল নেতার নাম মো. আব্দুল আউয়াল। তিনি উপজেলা দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক। আরেক আহত ছাত্রদল নেতার নাম মো. হেলাল মিয়া। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া অপর দুজনের মধ্যে একজনের নাম রুবেল ও অপরজনের নাম জানা যায়নি। তারা উভয়েই আউয়ালের আত্মীয়।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, দুলাল মিয়া মোটরসাইকেল দিয়ে মো. আব্দুল আউয়ালকে ধাক্কা মারে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাল মিয়াসহ তার লোকজন আব্দুল আউয়ালের ওপর হামলা চালায়। এসময় আব্দুল আউয়াল তার ভাগিনা হেলাল মিয়ার মালিকানাধীন সারবানু ট্রেডার্সে আশ্রয় নেন। এ অবস্থায় দুলালের নেতৃত্বে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়ার দোকানে তাদেরকে হামলা, মারধর ও ভাঙচুর চালিয়ে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

আহত ছাত্রদল নেতা হেলাল মিয়া জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বহু অপকর্মের হোতা দুলাল মিয়া (ওরফে রাটার দুলাল) দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে প্রভাব বিস্তার কাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। দুলাল ও তার লোকজন আমার মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান সারবানু ট্রেডার্সে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত আ.লীগ নেতা দুলাল মিয়া জানান, কোনো হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কেউ আহত হয়নি।

বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম কালবেলাকে জানান, দুই পক্ষের মধ্যে কিছু সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

প্রধান শিক্ষক পদে যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে: নাবিলা

১০

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

১১

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

১২

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

১৩

রাজনীতিতে শিষ্টাচার-শুদ্ধাচারের আবশ্যকতা 

১৪

‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৫

সৌম্যদের অধিনায়কের দায়িত্ব পেলেন মোহাম্মদ মিঠুন

১৬

স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় হোতাসহ গ্রেপ্তার ৭

১৭

বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী / ‘বিদ্রোহী কবি’, ‘প্রেমের কবি’, ‘সাম্যের কবি’র প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা 

১৮

ফোনের টাচ স্ক্রিন কাজ করছে না? চেষ্টা করুন এই ৬ উপায়

১৯

অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন

২০
X