কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আহতদের তালিকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম

আনিছুর রহমান। ছবি : কালেবেলা
আনিছুর রহমান। ছবি : কালেবেলা

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চূড়ান্ত তালিকায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার আনিছুর রহমান নামের এক ব্যক্তির নাম ওঠে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আনিছুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

তিনি বরিশাল বিএম কলেজের অনার্সের শেষ বর্ষের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশালে ব্যাপক ভূমিকাও পালন করেছেন বলে দাবি করেন।

এদিকে ওই আন্দোলনে আহতদের তালিকায় আনিছুরের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আনিসুরের নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকায় নাম দেখে প্রতিবাদ করেন এলাকাবাসী। তাদের প্রশ্ন, কীভাবে এটা হলো?

জানা যায়, গত ১৬ জুলাই আনিসুর রহমান ব্যক্তিগত কাজে বিলডুমুরিয়া থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বড় ভাই রেজাউল মোল্লাকে নিয়ে রওনা দেন। পথে নাজিরপুর-গোপালগঞ্জ হাইওয়ে রোডে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত হয়ে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেলে এবং শেষে ঢাকার পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন।

এদিকে আনিসুরের মোটরসাইকেল সড়ুক দুর্ঘটনার তথ্য জানিয়ে তার পরিবার ও আত্মীয়স্বজন ও বন্ধুরা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যা সর্বত্র ভাইরাল হয়েছিল।

জানতে চাইলে আনিসুর রহমান কালবেলাকে বলেন, কীভাবে ছাত্র আন্দোলনের নামের তালিকায় অন্তর্ভুক্ত হলাম, তা আমিও জানি না। আমি বরিশাল বিএম কলেজে ছাত্র আন্দোলনে অংশ নিই। হঠাৎ ১৫ জুলাই আমার বাবা স্ট্রোক করেছেন, এ কারণে আমি বাড়ি চলে আসি। আবার ১৬ জুলাই বরিশালের উদ্দেশে রওনা হওয়ার সময় নাজিরপুর-গোপালগঞ্জ হাইওয়ে সড়কে আমি ও আমার বড় ভাই মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ি।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পবিত্র হালদার জানান, গত ১৬ জুলাই আনিসুর রহমান ও তার বড় ভাই এবং মোটরসাইকেলের চালক নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি হয়েছিলেন, যা আমাদের রেজিস্টারে লিপিবদ্ধ আছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার ঘেঁটে দেখা যায়, ‘ক্রমিক নং ৬, রেজি নং৬২৭৮, সকাল ৯টা ৪৫ মিনিটে ভর্তি।’ আরও লেখা আছে, ‌‘পুলিশ কেস, এক্সিডেন্ট কার ইনজুরি (আরটিএ) রোড ট্রাফিক এক্সিডেন্ট।’

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ইউএনও স্যারকে জানিয়েছি। আমরা ভেরিফাই করে দেখছি।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত নিহতের নাজিরপুর উপজেলার যাচাই-বাছাই কমিটির প্রধান অরূপ রতন সিংহ বলেন, এই মুহূর্তে আমি এ বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না। আগামীকাল আপনি অফিসে আসেন।

এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, না জেনে আমি কীভাবে বলবো? আমি এ নিয়ে এখন কোনো বক্তব্য দিতে পারবো না বলে লাইন রেখে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

ইতালিতে জরুরি অবস্থা জারি

মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

১০

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

১১

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

১৪

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৫

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

১৬

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

১৯

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X