টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফে অপহৃত সেই ২ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩

টেকনাফে অপহৃত ২ রোহিঙ্গা উদ্ধার। ছবি : কালবেলা
টেকনাফে অপহৃত ২ রোহিঙ্গা উদ্ধার। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ সদরে দিনদুপুরে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে অপহৃত রোহিঙ্গা দুই মৎস্য ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে দুজনকে অপহরণ করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধার দুজন হলেন উখিয়া উপজেলার বালুখালি ৮ নম্বর ক্যাম্পের আবুল বাছেরের ছেলে মোহাম্মদ শামশু এবং বালুখালী ১১ নম্বর ক্যাম্পের আব্দুর শুক্কুরের ছেলে আনিছুল আলম।

অন্যদিকে আটক অপহরণ চক্রের তিনজন হলেন কবির আহমদের স্ত্রী মরিয়ম (৫০), রবিউল আলমের স্ত্রী নছিমা আক্তার (৩০)। তারা টেকনাফ সদর ইউনিয়ন মাঠপাড়া এলাকার বাসিন্দা। আর অন্যজন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাইফুল।

উদ্ধার হওয়া মোহাম্মদ শামশু ও আনিছুল আলম জানান, বালুখালি ক্যাম্প থেকে মাছ কিনতে তারা দুজন টেকনাফে আসেন। টেকনাফ বাজারে মাছ না পেয়ে অটোরিকশা যোগে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাওয়ার পথেই তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পাহাড়ে আটকে রাখা হয়।

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানিয়েছেন, সোমবার দুজনকে ঘটনার সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে স্থানীয় এক ব্যক্তি কৌশলে নিজের ব্যবহৃত মুঠোফোনে ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করেছেন। পরে এসব তথ্য প্রমাণসহ বিষয়টি পুলিশকে জানানো হয়।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জনতার সহযোগিতায় দুজনকে উদ্ধার এবং আটকের ঘটনায় মামলা হবে। জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে গত একবছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪০ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৮৩ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার তথ্য মতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে নভেম্বরের এ পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের ১২টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৫০। আর গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ৫ দেশ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রান্নায় মরিচ বেশি হলে যা করবেন

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

নেইমারকে পেছনে ফেলে মেসির বিশ্বরেকর্ড

জবাব দিলেন সোনাক্ষী

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বিএনপি

চাকসুর ভোটগ্রহণ শুরু, ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট

ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ

অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

১০

ঘুম থেকে উঠে আগে পানি খাবেন, না ব্রাশ করবেন—জানালেন চিকিৎসক

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

ইসলামিক রিলিফ বাংলাদেশে ইন্টার্ন করার সুযোগ

১৩

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার জয়

১৪

চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

১৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

৩৫ বছর পর আজ চাকসুর ভোট

১৮

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

১৯

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

২০
X