হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, সেই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও 

ভূমিহীন বৃদ্ধা রহিমা বেগমের পাশে দাঁড়ালেন হাতীবান্ধা ভারপ্রাপ্ত ইউএনও দুলাল হোসেন। ছবি : কালবেলা
ভূমিহীন বৃদ্ধা রহিমা বেগমের পাশে দাঁড়ালেন হাতীবান্ধা ভারপ্রাপ্ত ইউএনও দুলাল হোসেন। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভূমিহীন সেই বৃদ্ধা রহিমা বেগমের পাশে দাঁড়ালেন হাতীবান্ধা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল হোসেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি নিজে ওই বৃদ্ধা রহিমা বেগমের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও তিনি বসবাসের জন্য ঘর, সোলার লাইট ও চিকিৎসা ব্যবস্থার আশ্বাস দেন।

এ সময় হাতীবান্ধা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের হাতীবান্ধার ভূমিহীন রহিমা বেগম (৭৭)। বিয়ের কয়েক বছর পর স্বামী বছর উদ্দিন মারা গেলে সেই অভিমানে আর বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। নিঃসন্তান আর নিঃসঙ্গ জীবন নিয়ে তিস্তা নদীর পাড়ে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে ঠাঁই হয়েছে তার। বয়সের ভারে চোখে ঝাপসা দেখা রহিমা প্রতিদিন সকাল হলেই কেউ খাবার নিয়ে আসবে সেই আশায় পথ চেয়ে বসে থাকেন। এলাকাবাসীর কেউ খাবার দিলে দু-মুঠো খেতে পারেন তিনি। তবে মাঝেমধ্যেই অনাহারেই থাকতে হয় বৃদ্ধা রহিমাকে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনী এলাকায় থাকেন ভূমিহীন রহিমা বেগম। তিস্তা নদীর কোলঘেঁষে প্রতিবেশীর দেওয়া টিন আর পরিত্যক্ত পাটের লকড়ি দিয়ে তৈরি একটি ঘরে কোনোরকম মানবেতর জীবনযাপন করছেন তিনি।

বিগত সরকার ভূমিহীনদের বসবাসের জন্য ঘর বরাদ্দ দিলেও বৃদ্ধা রহিমার কপালে কিছুই জোটেনি। এলাকার সবার ঘরে বিদ্যুতের বাতি জ্বললেও তার ঘরে জ্বলে পুরোনো কেরোসিন তেলের কুপি। একটু বাতাস হলেই নিভে যায় কুপির সেই আলো। বয়সের ভারে একা চলতে পারেন না তিনি। তাই তো একটি বাঁশের লাঠিতে ভর করে কোনো রকম চলাফেরা করেন।

বৃদ্ধা রহিমার প্রতিবেশী আম্বিয়া খাতুন বলেন, ‘দীর্ঘদিন ধরে অসহায় এ মানুষটি বাড়ি বাড়ি চাল-ডাল সংগ্রহ করে দিনযাপন করছিলেন। পাড়া-প্রতিবেশীদের দেওয়া দু-মুঠো খাবারেই ক্ষুধা নিবারণ করেন।

আরেক প্রতিবেশী রেজাউল করিম বলেন, ‘বহু বছর থেকে নদীর পাড়ে একাই বসবাস করছেন রহিমা। একটু বাতাস হলেই ঝুঁকিতে পড়ে তার ঝুপড়ি ঘর। তিস্তার পানি বৃদ্ধি পেলেই পানির নিচে তলিয়ে যায় তার ঘর। প্রশাসন যদি রহিমা বেগমের পাশে দাঁড়ায় তাহলে শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন।

বৃদ্ধা রহিমা বেগম বলেন, ‘মোর কেউ নাই। বয়স হইছে, চোখে দেখবার পাই না। মানুষ খাবার দেয় সেই খাবার খায়া থাকি, আবার কোনো দিন না খায়াও থাকি। সবারে বাড়িত কারেন্ট আছে মোরে বাড়িত নাই। রাইতোত (রাতে) অনেক কষ্টে হয়।

তিনি বলেন, ‘সন্ধ্যা হলে চাটির (বেড়া) ফাঁক দিয়া বাতাস ঢুকে তখন খুব ঠান্ডা নাগে (লাগে)। ফের বাইসশ্যার (বর্ষাকালে) সময় ঘরত তিস্তার পানি ওঠে। সবাই বলে সরকারি ঘর পায়, মোরে কপালত ঘর নাই। সরকার যদি মোক একটা ঘরের ব্যবস্থা করি দেইল হয়, তাইলে উপকার হইল হয়।

হাতীবান্ধা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল হোসেন বলেন, রহিমা বেগমের বিষয়টি দৈনিক কালবেলার মাধ্যমে জানতে পারি। খোঁজখবর নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়াও তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১০

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১১

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১২

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৩

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৫

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

১৭

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

১৮

বিশ্বকাপে কঠিন হলো বাংলাদেশের পথ

১৯

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল

২০
X