তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচাবাজারে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরছে

শীতকালীন সবজিতে স্বস্তি ফিরেছে। ছবি : কালবেলা
শীতকালীন সবজিতে স্বস্তি ফিরেছে। ছবি : কালবেলা

শীতকালীন সবজি ওঠায় স্বস্তি ফিরতে শুরু করেছে তেঁতুলিয়ার কাঁচাবাজারে। বেশির ভাগ সবজির দামই চলে এসেছে হাতের নাগালে। কিছুদিনের মধ্যেই সব রকমের শীতকালীন সবজির দাম আরও কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা। বাজারে উঠতে শুরু করায় দোকানগুলোতে শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এতে বাজারে কমতে শুরু করেছে গত কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতা।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি সবজির মধ্যে বেগুন ৩৫-৪০ টাকা, ফুলকপি ৪৫-৫০ টাকা, পেঁপে ১৫-২০, লাউ পিস প্রতি ২৫-৩০, মুলা ৪০-৪৫, শসা ৫০-৬০, শিম পোয়া (২৫০ গ্রাম) প্রতি বিক্রি হচ্ছে ২০ টাকায়, লেবুর হালি ২০ টাকা। ধনেপাতা এক পোয়া (২৫০ গ্রাম) ২০ টাকা, আলু ৭০-৮০ টাকা, ছোট করলা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ২০ টাকায়। কিছুদিন আগে এসব সবজির দাম ১০০ টাকার ওপরে ছিল। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা দরে, দুই সপ্তাহ আগে যা ছিল ২৪০ টাকার ওপরে।

সপ্তাহের ব্যবধানে হাতেগোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ সবজির দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এর ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে জনসাধারণের মধ্যে। বিক্রেতারা বলছেন, মাসখানেকের মধ্যে বাজারের উত্তাপ আরও কমে আসবে।

এদিকে বাজারে সবজির দাম কিছুটা কমে আসায় স্বস্তির নিশ্বাস দেখা গেছে ক্রেতাদের মধ্যে। নুরে আলম সিদ্দিকী বলেন, বাজারে শাকসবজির দাম অনেকটাই কমে এসেছে। তবে আরেকটু কমলে আমাদের জন্য ভালো হয়। সরকার মনিটরিং বজায় রাখলে বাজার নাগালে রাখা সম্ভব।

তিনি বলেন, আমরা স্বল্প আয়ের মানুষ, প্রতিদিন মাছ-মাংস খাই না। শাকসবজি খেয়েই বাঁচি, এগুলোর দাম বেশি থাকলে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়।

মেহেদী হাসান মামুন নামে আরেক ক্রেতা বলেন, প্রায় মাসখানেক ধরে দেখছি বাজার চড়া, অথচ নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সে অনুযায়ী আমরা এখনও তেমন কিছুই দেখছি না। এই মুহূর্তে সরকারের উচিত বাজারে তদারকি বাড়ানো এবং যেকোনো মূল্যে এই নিয়ন্ত্রণ করা। নয়তো সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থ হবে।

তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের সবজির বিক্রেতা মোতালেব হোসেন বলেন, বাজারে সবজির দাম কমেছে। ৫০ থেকে ৮০ টাকায় বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। সপ্তাহ দুয়েকের মধ্যে সবজির দাম আরও কমে যাবে।

তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খবির উদ্দিন বলেন, সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। সামনের দিকে আরও বেশি পরিমাণে সবজির সরবরাহ বেড়ে যাবে এবং দামও কমে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১১

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৩

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৪

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৫

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১৬

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৭

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৮

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৯

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

২০
X