রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহী কারাগারে বন্দির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত

রাজশাহী কেন্দ্রীয় কারাগার। ছবি : কালবেলা
রাজশাহী কেন্দ্রীয় কারাগার। ছবি : কালবেলা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক বন্দি আত্মহত্যার ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। বন্দি ওমর কিসকু (৩১) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিমলাদিঘীপাড়া এলাকার সাহেব কিসকুর ছেলে ওমর কিসকু নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩) (সং/০৩) ধারায় ৩০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩৯৪ ধারায় ৩০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন ২০১২ সালের ১৬ মে। এই মামলায় ২০১১ সালের ১৫ জুলাই গ্রেপ্তারের পর থেকে তিনি রাজশাহী কারাগারে ছিলেন। এর মধ্যে ২০১৯ সালের ২৬ আগস্ট তিনি কারাগারের পেরিমিটার ওয়াল টপকে জেল থেকে পালিয়ে যান। ওই দিনই তিনি ধরা পড়েন। এরপর থেকেই ওমর কিসকু রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সেলে বন্দি ছিলেন। গত ২৬ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে তিনি সেলের দরজার ওপরের অংশের লোহার পাতের সঙ্গে পাজামার ফিতা লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। কারা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন জানান, কারা অভ্যন্তরে আত্মহত্যার খবর জানার পরই এ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন তিনি। এ ছাড়া সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদাকে সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেলার জাকির হোসেনকে এ কমিটির সদস্যসচিব করা হয়েছে।

রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন জানান, এরই মধ্যে এই কমিটি কাজ শুরু করেছে। কারাগারের ভেতরের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন কারা মহাপরিদর্শককে জানানো হবে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই ঘটনার পেছনে কারাগারের কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তিনি শাস্তির আওতায় আসবেন। এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনার সময় সেলের দায়িত্বে থাকা কারারক্ষী জোবায়ের আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ওই এলাকার ইনচার্জ সহকারী প্রধান কারারক্ষী আব্দুল জলিল ও সেলের কর্তব্যরত কারারক্ষী জোবায়ের আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X