কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

তারেক রহমান ও হোসাইন কায়কোবাদ খালাস পাওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল

তারেক রহমান ও হোসাইন কায়কোবাদ খালাস পাওয়ায় কুমিল্লার মুরাদনগরে আনন্দ মিছিল। ছবি : কালবেলা
তারেক রহমান ও হোসাইন কায়কোবাদ খালাস পাওয়ায় কুমিল্লার মুরাদনগরে আনন্দ মিছিল। ছবি : কালবেলা

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ের খবর পাওয়ার পর কুমিল্লার মুরাদনগরে হোসাইন কায়কোবাদের এলাকায় মুহূর্তেই হাজার হাজার মানুষ আনন্দ মিছিল বের করেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও আনন্দ-উল্লাসে মেতে উঠেন। মুরাদনগরের প্রতিটি গ্রাম মিষ্টি বিতরণ করেন আপামর জনতা।

এছাড়াও বিকেল ৪টায় মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপজেলার সর্বস্তরের সাধারণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এ মামলা খালাস পাওয়ায় সনাতন ধর্মাবলম্বীরাও তাদের মন্দিরে প্রার্থনার আয়োজন করে। পূজা উৎসবের মতো তারা উন্নত মানের খাবার আয়োজন করেছে।

এ সময় নেতাকর্মীরা জানান, যারা কায়কোবাদকে মিথ্যা মামলায় জড়িয়ে দেশান্তরিত করেছে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুননুন বসরী বলেন, ‘হামলা, মামলা, জুলুম-নির্যাতনের পরও এ মুরাদনগরের মানুষ আমার বড় ভাইয়ের পাশে ছিলেন। আমরাও আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকব ইনশাআল্লাহ। আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে ১৩ বছর ধরে পরিবার ও মুরাদনগরের মানুষ থেকে দূরে রাখা হয়েছে। তারা ভেবেছে মুরাদনগর থেকে কায়কোবাদকে মুছে দেবে। কিন্তু রায় ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ যেভাবে আনন্দ মিছিল নিয়ে লক্ষাধিক মানুষের সমাবেশে পরিণত করেছে তাতে আজ প্রমাণিত হয়েছে মুরাদনগরে কায়কোবাদ দাদার বিকল্প নেই।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ও তার দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুন মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে মুরাদনগরের আপামর জনতার হৃদয়ের মনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ১৩ বছর মুরাদনগরের মানুষ থেকে দূরে রেখেছেন। আজ জনতার বিজয় হয়েছে। আমার নেতা খালাস পেয়েছেন। আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে যারা দূরে রাখল তাদের বিচারের আওতায় আনতে হবে।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব বলেন, ‘৫ আগস্ট দেশ স্বাধীন হলেও আমাদের মনের ব্যথা যায়নি। আজ এ রায়ের মাধ্যমে আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম। আজ আমরা ৫ আগস্টের চেয়েও বেশি আনন্দিত।’

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুরাদনগর উপজেলার সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পৌদ্দার পিংকু বলেন, ‘কায়কোবাদ দাদার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের সব হিন্দু মিলে আমরা মানববন্ধন করেছিলাম। ভগবান আমাদের প্রার্থনা মঞ্জুর করেছে। আজ দাদা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

রাজধানীতে চলন্ত বাসে আগুন

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১০

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

১১

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

১২

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

১৩

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

১৪

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

১৫

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

১৬

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

১৮

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

১৯

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

২০
X