রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে কালবেলার সাংবাদিকের বাসায় গুলি

সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ। ছবি : কালবেলা
সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় দফায় হত্যার উদ্দেশে জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিককে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্য দিবালোকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও গুলি করার ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। রোববার (১ ডিসেম্বর) রাত সাতটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এ গুলির ঘটনা ঘটে।

সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাহাঙ্গীর মাহমুদ জানান, ‘কালবেলা পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ গ্রুপের হয়ে কাজ করেন ইয়াসিন। সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন ক্ষতিপূরণ বাবদ আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।’

তিনি বলেন, ‘সংবাদ প্রকাশের জের ও দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফেন্সি ইয়াসিনের নেতৃত্বে কাজল, রাব্বিল, রকি, ইমনসহ ৪০-৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার ওপর হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে যায়। হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন ধরেই আসামি পক্ষের সন্ত্রাসীরা মামলা তুলে নিতে হত্যার হুমকি দিয়ে আসছিল। হুমকির ঘটনায় শনিবার (৩০ ডিসেম্বর) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। রোববার দুপুরে মামলার আসামি রাব্বিল ও রকি নারায়ণগঞ্জ আদালতে জামিন চান। আদালত রকিকে জামিন দিলেও রাব্বিলকে কারাগারে প্রেরণ করেন। এসব ঘটনার জেরে বিকেলে কাইল্লা মাসুদ ও ফেন্সি ইয়াছিনের নেতৃত্বে আমার বাড়ির আশপাশের রাস্তা দিয়ে মোটরসাইকেলে মহড়া দেয়। পরে রাত সাড়ে ৭টার দিকে হত্যার উদ্দেশ্যে বাসায় গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। গুলিটি জানালা ছিদ্র হয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেও ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

তবে এ ব্যাপারে মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

ভুলতা পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে ঢাকায় আসছেন আতিফ আসলাম?

নাসার নজরুলের প্লটসহ ৪৪ কোটি টাকার সম্পদ জব্দ

১৬ মাসে দৌলতপুরে ২৩ খুন, মামলা ৭ শতাধিক 

মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জামায়াত আমিরের কড়া বার্তা

কম্বল গোডাউনের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ

‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার, পালিয়েছে মাসুদ

বাসি-পচা মাংস দিয়ে বিরিয়ানি, ২ লাখ টাকা জরিমানা

আট বছরেও হয়নি শিশু হাসপাতাল নির্মাণের অর্ধেক কাজ

ভুল বালিশে শুয়েই খারাপ হচ্ছে আপনার ফুসফুস! জানুন কীভাবে

১০

টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম

১১

রাত থেকে যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু

১২

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক

১৩

সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে চোরাকারবারি ধরা

১৪

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

১৫

মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন

১৬

এক নামের সবাইকে কি মাফ করে দেওয়া হবে? যা বলছেন বিশেষজ্ঞ

১৭

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

১৮

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

১৯

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

২০
X