নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে মো. নিহাজ উদ্দিন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহাজ উদ্দিন হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির মো. দিদার উদ্দিনের ছেলে। সে স্থানীয় আহমদ মিয়া বাজারের নূরানি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে ছুটির পর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহাজ মারা যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর মরদেহ নিহাজের স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। পরিবারের আবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন