চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে ডিসি পার্ক পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ পার্কে তিনি বটগাছ লাগানোর পরামর্শ দেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তথ্যমন্ত্রী ডিসি পার্কে যান।
এ সময় দর্শনার্থীরা ডিসি পার্কে এসে যেন শীতল ছায়া পান, সে জন্য বটগাছ লাগাতে বলেন তিনি।
‘২৩ সালে ২৩ লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ডিসি পার্কে ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী।
পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ডিসি পার্কের উন্নয়ন কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি দ্রুত কাজ শেষ করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ারও নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী ডিসি পার্কে একটি হিজল গাছের চারা রোপণ করেন।
তথ্যমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, হুছাইন মুহাম্মদ, সালাউদ্দিন আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন