সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে আ.লীগ নেতাকে বেধড়ক মারধর

সিলেট আদালতে আ.লীগ নেতাকে মারধর। ছবি : কালবেলা
সিলেট আদালতে আ.লীগ নেতাকে মারধর। ছবি : কালবেলা

হত্যা মামলায় হাজিরা দিতে এসে সিলেট আদালত এলাকায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন নুরকে (৫৯) বেধড়ক মারধর করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। আসামিকে রক্ষা করতে গিয়ে কর্তব্যরত এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।

আমির হোসেন নুর সিলেটের বালাগঞ্জ উপজেলার গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ছাত্রদল নেতা সোহেল হত্যা মামলায় গত বুধবার সন্ধ্যায় তাকে নগরের মিরের ময়দান এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। রাতেই তাকে বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে পুলিশ তাকে নিয়ে গেলে হামলা চালায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ প্রথমে বাধা দিয়েও ঠেকাতে পারেনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

সিলেট আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, আসামিকে আদালতে হাজির করার আগেই হামলা হয়। আগে থেকে কোনো নিরাপত্তা হুমকি থাকলে পর্যাপ্ত নিরাপত্তা রাখা যেত। কিন্তু সাধারণ আসামি হিসেবেই তাকে আদালতে নিয়ে গেলে হামলা হয়। তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা আসামি রক্ষার চেষ্টা করেন।

তিনি বলেন, আহত অবস্থায় আসামিকে আদালতে পাঠানো যায়নি। তাই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আদালতে হাজির করা হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, আসামির ওপর হামলার ঘটনা আমি জেনেছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট দিতে বাধা দেওয়ায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে সোহেলের চাচাতো ভাই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সিআর মামলা নং ০২/২০১৯।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X