মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে জিম্মি করে চাঁদা দাবি

রাজপাড়া থানা। ছবি : কালবেলা
রাজপাড়া থানা। ছবি : কালবেলা

রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে জিম্মি করে ছিনতাই মামলার এক আসামির বিরুদ্ধে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই আসামি জেল থেকে বের হন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে ডিউটি শেষে ওই কনস্টেবল বাড়ি ফেরার পথে নগরীর রাজপাড়া থানাধীন টুলটুলিপাড়ার মোড়ে তাকে জিম্মি করে চাঁদা দাবি করা হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজপাড়া থানা পুলিশ ওই কনস্টেবলকে উদ্ধার করে। তবে ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. মিলন (৩৫)। তিনি নগরীর হড়গ্রাম এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই ও চুরির মামলা রয়েছে।

আর জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া ওই কনস্টেবলের নাম বদিউজ্জামান জনি। তিনি রাজপাড়া থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, কনস্টেবল জনি থানার ডিউটি শেষ করে শুক্রবার ভোর ৪টার দিকে বাসায় ফিরছিলেন। কোর্ট স্টেশন সংলগ্ন টুলটুলি পাড়ায় পৌঁছলে মিলন অন্তত ছয়জনকে নিয়ে জনিকে জিম্মি করে তার কাছে দুই লাখ টাকা দাবি করে। এ সময় জনি তার বন্ধু মিনহাজকে ফোন দিয়ে আড়াই লাখ টাকা নিয়ে আনতে বলেন। মিনহাজ বিষয়টি জনির বাবাকে জানান। জনির বাবা রাজপাড়া থানায় খবর দেন। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল জনিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মিলনের সহযোগী সানোয়ারকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানায়, চলতি বছরে নগরীর চিড়িয়াখানা সড়কে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাবার সময় ওই দম্পতি ছিনতাইয়ের শিকার হন। ওই মামলায় মিলকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। আর সেই মামলাটি কম্পিউটারে কম্পোজ করেছিলেন কনস্টেবল জনি, যা মিলন দেখে রেখেছিলেন। মিলন ওই ছিনতাই মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বের হয়ে এসেছে। এরপর থেকেই ওৎ পেতে ছিলেন মিলন। শুক্রবার ভোরে কনস্টেবল জনিকে একা পেয়ে দলবল নিয়ে তাকে আটকে আড়াই লাখ টাকা দাবি করে মিলন। ঘটনার পর থেকে পলাতক এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

রাজপাড়া থানার ওসি মো. আশরাফুল আলম কালবেলাকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সানোয়ার নামে মিলনের এক সহযোগীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক মিলনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১০

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১১

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১২

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৪

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৬

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৭

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৮

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৯

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

২০
X