বগুড়া ব্যুরো ও ধুনট প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্রাবণী এখন শ্রাবণ

রূপান্তরের আগে ও পরে ওমর ফারুক শ্রাবণ। ছবি : কালবেলা
রূপান্তরের আগে ও পরে ওমর ফারুক শ্রাবণ। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলার শ্রাবণী আক্তার খুশি (১৫) নামের এক তরুণী মেয়ে থেকে ছেলে হিসেবে রূপান্তর হয়েছে। বর্তমানে তার নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

জানা যায়, শ্রাবণী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এক বছর থেকে আচরণে ছেলে সাদৃশ্যতা লক্ষ করা যায়। গত ৬ মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভিড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূরদূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

শ্রাবণী আক্তার খুশি জানান, মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ায় আমার কোনো দুঃখ নেই। বাবার কাজে সহযোগিতা করতে পারব ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। বর্তমানে আমার নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া কালবেলাকে জানান, আমার মেয়ের আচার-আচরণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। গত ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে আসি। পরে আমার বাড়ির মুরব্বিদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোশাক পরিয়ে দেই। শনিবার সকালে মুরব্বিদের সঙ্গে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।

তিনি বলেন, আমার ৩ মেয়ে ছিল। কোনো ছেলে সন্তান ছিল না। এজন্য অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার খুব খুশি।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ কাদির কালবেলাকে বলেন, হরমোন পরিবর্তনে এমনটি হতে পারে। তবে এ ক্ষেত্রে ছোট অপারেশনের প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, শ্রাবণীর বিষয়টি আমার জানা নেই। আগামীকাল রোববার সরেজমিনে গিয়ে খোঁজখবর করে দেখব। সে সঙ্গে কোনো চিকিৎসার প্রয়োজন হলে তারও প্রয়োজনীয় ব্যবস্থা ও চিকিৎসার সব দায়িত্ব আমরা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X