ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় বিয়ে নিয়ে তর্ক, ১০ জন হাসপাতালে

গ্রামের দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করে থানা পুলিশ। ছবি : কালবেলা
গ্রামের দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করে থানা পুলিশ। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রলোভন দেখিয়ে তৃতীয় বিয়ের কথা নিয়ে তর্কের জেরে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহতদের মধ্যে রিয়াজ মাতুব্বর (৫৫), ইখলাছ মাতুব্বর (৩৭), চাম্পা বেগম (৩০), ও কাউসার মাতুব্বর (৫২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য আহত সাইদুর মোল্লা (৩৮), সাইদুর দফাদার, পান্নু ফকির, মাহাবুর মোল্লা ও সাজ্জাদ শেখকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মনসুরাবাদ গ্রামের আকরাম মেম্বার গ্রুপের জাহিদ হুজুর গ্রামে একটি মহিলা মাদ্রাসা করেছেন। সেই মাদ্রাসার এক ছাত্রীকে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। এ বিয়েটি নিয়ে জাহিদ হুজুরের তৃতীয় বিয়ে। অপর দিকে সেই ছাত্রী ওই গ্রামের প্রতিপক্ষ বাবর আলী মেম্বার গ্রুপের ইলিয়াস মাতুব্বরের মেয়ে।

গতকাল মঙ্গলবার ছিল ওই মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল। সেই মাহফিলে ওই শিক্ষার্থীর বাবা (জাহিদ হুজুরের শ্বশুর) ইলিয়াস মাতুব্বর তার জামাই জাহিদ হুজুরের বিরুদ্ধে মনসুরাবাদ বাজারে শিক্ষার্থীকে কীভাবে বিয়ে করে এ বিষয় নিয়ে গালাগাল করেন। এ নিয়ে লোকজনদের মাঝে জামাই-শ্বশুরের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সেই জেরে আজ বুধবার আকরাম মেম্বার ও বাবর আলী মেম্বার গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় দলের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় দলের কমপক্ষে দশ জন আহত হয়েছেন।

এ ঘটনায় আকরাম মেম্বার কালবেলাকে বলেন, জাহিদ হুজুরের ওয়াজ মাহফিলের সময় ভেজাল করতে চেয়েছিল এজন্যই দুই পক্ষের মারামারি হয়েছে।

এদিকে অপর পক্ষের দলনেতা বাবর আলী মেম্বার বলেন, জাহিদ হুজুর এভাবেই প্রলোভন দেখিয়ে তিনটি বিয়ে করেছেন। সেই বিষয়টি নিয়ে মেয়ের বাবা ইলিয়াস মাতুব্বর জাহিদের অভিভাবকের কাছে নালিশ দিলে তারা তাকে আরও ছয়টি বিয়ে করাবেন বলে উলটো গালমন্দ করেন। এ নিয়ে তারা মেয়ের বাপ-চাচাকে মারধর করে।

এ বিষয়ে ভাংগা থানার ওসি মোকছেদুর রহমান কালবেলাকে বলেন, ছাত্রী বিয়ে করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই দফায় মারামারি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের দুজনকে থানায় ডেকে নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১০

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১১

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১২

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৩

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৪

আজ বিশ্ব পুরুষ দিবস

১৫

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৬

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৭

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৮

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৯

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

২০
X