বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় কারাবন্দি সাবেক এমপি রিপু অসুস্থ, ঢাকায় প্রেরণ

আদালতে নেওয়ার সময় রাগেবুল আহসান রিপু। ছবি : কালবেলা
আদালতে নেওয়ার সময় রাগেবুল আহসান রিপু। ছবি : কালবেলা

বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু (৬৮) কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে এ ঘটনা ঘটে। রাগেবুল আহসান রিপু বগুড়া শহরের কালিতলা শিববাটি এলাকার মৃত ওয়াজেদ আলী তালুকদারের ছেলে। বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ কালবেলাকে জানান, কারাগারে থাকা অবস্থায় আসামি রাগেবুল আহসান রিপু বুধবার দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে অ্যাম্বুলেন্সযোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে সিসিইউতে ওয়ার্ডে রাখা হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, রাগেবুল আহসান রিপু ২০১৩ সাল হতে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হার্টের দুটি রক্তনালীতে ২৫ ও ৩০ ব্লক রয়েছে। এর আগে তিনি হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছিলেন। এছাড়াও তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে বলে জানা যায়।

উল্লেখ, গত ১৮ ডিসেম্বর রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে গত ২০ ডিসেম্বর বেলা দেড়টার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়া সদর থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন কালবেলাকে বলেন, সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসানের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৭টি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১০

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

১১

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

১২

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

১৩

৭ বছর পর নগরবাসীর জন্য খুলল ফার্মগেটের আনোয়ারা উদ্যান

১৪

এবার যুবদল কর্মীকে হত্যা

১৫

সহজ ম্যাচ জটিল করে শেষ বলে জয় চট্টগ্রামের

১৬

মার্কেট থেকে ফুটপাতে শীতের আমেজ, স্বস্তিতে বিক্রেতারাও

১৭

হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

১৮

খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের

১৯

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

২০
X