বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

শনিবার ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়ির বহর

শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে বরণে প্রস্তুত মুরাদনগর। ছবি : কালবেলা
শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে বরণে প্রস্তুত মুরাদনগর। ছবি : কালবেলা

ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ তের বছর পর দেশে আসছেন। তার আগমন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থেকে ২ হাজারের এক গাড়ির বহর ঢাকায় প্রবেশ করবে।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সৌদিআরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে বইছে উৎসবের আমেজ। জননন্দিত এই নেতার বাংলাদেশে আগমন উপলক্ষে মাসজুড়ে মুরাদনগরে চলছে ব্যাপক আয়োজন। দল-মত র্নিবিশেষে বিমানবন্দরে কায়কোবাদকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, আলেম-ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিকসহ সব ধর্ম, শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ উপস্থিত হচ্ছেন।

বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি হিসেবে খাবারের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে তৈরি করা হচ্ছে খাবার। করা হচ্ছে দোয়া ও মিলাদ মাহফিল। ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে হাজির হবেন এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মুরাদনগরের মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, কায়কোবাদকে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪শ বাস ও দেড় সহস্রাধিক প্রাইভেট ও মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় যাবেন। তের বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দল-মত র্নিবিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এই নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে।

তিনি বলেন, কায়কোবাদ দাদার এ আগমন এবং সব ষড়যন্ত্রের পরও আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা ইতোমধ্যে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। লাখ লাখ মানুষ ঢাকা যাবে প্রিয় নেতাকে বিমানবন্দরে বরণ করতে। সে সুবাদে যেন কোনো দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। একই সময়ে এতগুলো যানবাহন বিমানবন্দরে যাওয়ার কারণে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। সে জন্য আমরা মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ছাড়াও যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১০

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১১

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১২

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৩

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৪

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

১৫

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার ৭ সুপারিশ

১৬

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

১৭

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

১৮

আসুন আমরা অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি : মঈন খান

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

২০
X