

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. শরীফুজ্জামান। একই সঙ্গে বিএনপিতে যোগদানেরও ঘোষণা দেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘প্রিয় চান্দিনাবাসী, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে আমি এনসিপিতে যুক্ত হই। কিন্তু এনসিপির মতো একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় আমি মর্মাহত। যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তা অঙ্করেই বিনষ্ট হলো। এই প্রতিবাদের অংশ হিসেবে আমি জেলা এনসিপি থেকে ও প্রাথমিক পদ থেকে পদত্যাগ করছি।’
আরও উল্লেখ করেন, ‘একই সঙ্গে আমি চান্দিনা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে বিএনপিতে যোগদান করলাম। এতে সবার দোয়া ও সমর্থন কামনা করি।’
মন্তব্য করুন