গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।
মৃত ওই নারীর নাম জেসমিন আক্তার শান্তা (৩১)। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার মান্দরবন গ্রামের আজিজের মেয়ে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে বনমালা এলাকায় রেললাইনে হাঁটছিল শান্তা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি বনমালা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন