নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষই একে অপরকে দায়ী করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

গত শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বদলগাছী সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (২৫), মারুফ রব্বানী মতিন (২৫) ও আব্দুল আল মোসাব্বির আতিক (২৫)।

এদিকে এ ঘটনায় রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ।

সংবাদ সম্মেলনে সংঘর্ষে আহত শিক্ষার্থী আতিকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে মারুফ, রব্বানী, মতিন ও আব্দুল্লাহ আল মোসাব্বির বিভিন্ন অপকর্ম করে আসছে। এসব ঘটনার প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে তাকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা করে এবং বেধড়ক মারধর করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, হামলাকারী মারুফ রব্বানী ও আব্দুল আল মোসাব্বির ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তারা দুজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি, লুটপাটসহ নতুন করে ফ্যাসিবাদী কায়দা চালু করার প্রচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারী, আরমান হোসেন, ফজলে রাব্বী, মেহেদী হাসান, রাফী রেজওয়ান, সাদমান সাকিব ও রিয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল আল মোসাব্বির আতিক কালবেলাকে বলেন, ‘আতিকুর রহমান যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তবে দলের বাহিরে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। সামনে থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তাই আমাকে কেউ সমন্বয়ক না ভাবলেও কিছু যায় আসে না। বদলগাছী উপজেলাবাসী আন্দোলনে আমার ভূমিকা সম্পর্কে জানলেই হবে।

তিনি বলেন, বদলগাছীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছি আমি। এজন্য কারাভোগ করতে হয়েছে। অথচ আমাকে বলা হচ্ছে, আমি নাকি ভুয়া। কিন্তু আতিকই ছিল ছাত্রলীগ। তবে তিনি আন্দোলন করেছে। আর এখন সমন্বয়ক সাজছে, এই বিষয়টি আমি উপর মহলে জানিয়েছি। যারা এই অভিযোগ করছেন তারাই ভুয়া। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করেছে তারও কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বরং তারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত। এছাড়া তারা মতিনকে মারধর করে জখম করেছে। এ ঘটনায় বদলগাছী থানায় অভিযোগ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

ঘরে বসেই প্রতিমাসে আয় দেড় লাখ রিয়াদ-শাকিলা দম্পতির

অফিসে মারামারি করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা 

ঝুঁকি নিয়ে চলছে ২৩ বিদ্যালয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

১০

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

১১

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

১২

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

১৩

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

অপারেশন ও রক্ষণাবেক্ষণ শিখতে রাষ্ট্রীয় খরচে বিদেশে যাচ্ছেন রেলের কর্মকর্তারা!

১৫

৫ নেতার বিষয়ে সিদ্ধান্ত নিল বিএনপি

১৬

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

১৭

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

১৯

বিগ ব্যাশে শাহীন আফ্রিদির দুঃস্বপ্নের অভিষেক

২০
X