হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের নামে দীর্ঘায়িত করা হচ্ছে নির্বাচন : মাহবুবুর রহমান শামীম

নোয়াখালীর হাতিয়ায় জনসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় জনসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। ছবি : কালবেলা

সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে দেশবিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত জনসমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান শামীম বলেন, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বেড়েই চলছে। চারদিকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের কথা আরও ২ বছর আগেই বলেছেন। আমরা মনে করি অতি শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমেই মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।’

শামীম বলেন, ২০২৪-এর স্বৈরাচার মুক্ত আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে গুম-খুন, হামলা-মামলা নির্যাতনের মাধ্যমে তার বাবার মতো (শেখ মুজিব) বাকশাল কায়েম করতে চেয়েছিল। কিন্তু বাংলার আপামর মানুষ সুসংগঠিত হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে তা নস্যাৎ করে দিয়েছে।

তিনি বলেন, ‘আপনারা এরই মধ্যে লক্ষ করেছেন হাতিয়ার রাজনীতি ব্যক্তি রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। আমাদের রাজনীতি হবে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের রাজনীতি। এর বাইরে কোনো রাজনীতি বা গ্রুপিং চলবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান যাকেই মনোনয়ন দেবে আমরা সবাই তার জন্য একসঙ্গে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘এটি সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু এখানে সাধারণ মানুষের জনদুর্ভোগের শেষ নেই। যাতায়াতের জন্য ভালো কোনো ব্যবস্থা নেই। মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করলে হাতিয়া হবে একটি পর্যটন এলাকা। এখানে জলপথ এবং স্থলপথের যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। এ ছাড়া যেসব এলাকায় নদীভাঙন রয়েছে সেখানে বেড়িবাঁধ করা হবে। বাণিজ্যিক উন্নয়নের জন্য একটি নৌবন্দর, সুচিকিৎসার জন্য উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে।’

উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক খোকনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলা উদ্দিন রনি, সাবেক আহ্বায়ক শওকত হোসেন সাখাওয়াত, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা কাদের হালিমী, হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মুজিদ নিশানসহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে হাতিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হন। এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত ছিল উপজেলা শহরের প্রতিটি রাস্তা এবং সভাস্থল। দীর্ঘ অনেক বছর পর বিএনপির এমন সভা হওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় মহিলা জামায়াতের সমাবেশ

‘ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে ৪০ হাজার যোদ্ধা’

নরসিংদীতে কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার

ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত, নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী

স্ত্রী চাকরি ছাড়তে না চাওয়ায় স্বামীর আত্মহত্যার চেষ্টা

হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ

সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ হয়েছে : নাহিদ ইসলাম

মামলা দেওয়ায় মোটরসাইকেলে আগুন দিলেন চালক

১০

মেয়ের সঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়তে চান বাবা

১১

কুমিল্লায় ট্রিপল মার্ডার / দোষ স্বীকার করে জবানবন্দি দেবেন বাচ্চু মেম্বার

১২

ইরানে বিপদে লাখ লাখ আফগান, জাতিসংঘের উদ্বেগ

১৩

ঢাকার সঙ্গে সম্পর্ককে যেভাবে দেখে ওয়াশিংটন, জানালেন কুগেলম্যান

১৪

ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে

১৫

৩ ভাইকে পাশাপাশি সমাহিত, সন্তান হারিয়ে হতভম্ব দরিদ্র পিতা

১৬

খুলনায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ 

১৭

চিরনিদ্রায় শায়িত হলেন মাহমুদুর রহমানের মা

১৮

শহীদদের সন্তানদের প্রাধান্য দিচ্ছে সরকার : শারমিন মুরশীদ

১৯

নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ— ইসলাম : ড. মাসুদ

২০
X