নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইউএনওকে গুলি করে হত্যাচেষ্টা

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন একদল লোক। খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইউএনওকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে বালুখেকোরা। জড়িতরা আ.লীগের নেতাকর্মী হলেও বিএনপির নাম ভাঙিয়ে এসব করছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রায়পুরায় মেঘনা থেকে বালু উত্তোলন করে আসছে বালু দস্যুরা। মোবাইল কোর্টের মাধ্যমে একাধিকবার জেল জরিমানা করা হলেও কোনোভাবেই থামে না বালু উত্তোলন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিভিন্ন সময় বালু উত্তোলন করে আসছে তারা।

এসব বালু দস্যুদের বিরুদ্ধে দুপুরে উপজেলার চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ বালু তোলার দায়ে একটি ড্রেজার থেকে দুজনকে আটক এবং ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পরে স্পিডবোটযোগে একই এলাকার অপর একটি অবৈধ বালু মহালে অভিযানে গেলে বালু দস্যুরা ভ্রাম্যমাণ আদালতের স্পিডবোটকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটে ভ্রাম্যমাণ আদালতের টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি রায়পুরা উপজেলার মির্জাচরে অনেকগুলো চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং একটি ড্রেজারে থাকা দুজনকে আটক ও ১০ লাখ টাকা জরিমানা করি। পরে তার পাশে চরমধুয়া ইউনিয়নে একটি ইটভাটার পাশে ড্রেজার লাগিয়ে একদল বালুদস্যু বালু উত্তোলন করছে খবর পাই। সেখানে যাওয়ার পথেই দুর্বৃত্তরা আমাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় আমাদের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক ফোর্স না থাকায় পিছু হটি এবং অভিযান পরিচালনা না করেই চলে আসি।

যুবদল নেতা পরিচয় দেওয়া অভিযুক্ত হারুন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন এবং ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলির ঘটনা শুনেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম। আমার বাড়ি বাঁশগাড়ী আর গুলির ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের মানিকনগর ইটখোলা এলাকায়। তাছাড়া আমি আগামীতে বাঁশগাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী। আমি যাতে সভাপতি না হতে পারি একটি মহল আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। রায়পুরা উপজেলায় বিএনপির দুটি গ্রুপ রয়েছে। এর একটি পক্ষে আমি থাকায় অপর পক্ষের লোকজন আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছে।

এদিকে বালু উত্তোলন বন্ধ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রায়পুরা উপজেলা বিএনপি। রায়পুরা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলা হয়, সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, রায়পুরা উপজেলা বিএনপির নাম দিয়ে কতিপয় বালু দস্যু দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর সঙ্গে জড়িত বাশঁগাড়ী ইউনিয়নের হারুন, নীলক্ষার হারুন, মির্জাচরের নূরুল ইসলাম, ইমান আলী পতিত স্বৈরাচার সরকারের দোসর। তারা রায়পুরা উপজেলা বিএনপি ও কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত না। উপজেলা বিএনপি উল্লেখিত বালু দুস্যু ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১০

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১১

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১২

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১৩

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১৪

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১৫

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৬

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৭

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৮

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৯

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

২০
X