খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছবি : সংগৃহীত

খুলনায় তিন দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

আন্দোলনকারীরা মেডিকেল কলেজের গেটে অবস্থান নিয়ে তাদের দাবি মেনে নেওয়ার জন্য কলেজ প্রশাসনের কাছে আহ্বান জানান। এর আগে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা।

তারা বলছেন, দাবি মানা না হলে কোনো অবস্থাতে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

আন্দোলনরতদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা, ৭২ ঘণ্টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি মডেল ফার্মেসি স্থাপন করা এবং নিরাপত্তাহীনতায় থাকা শিক্ষার্থী-ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন থেকে কোনোভাবেই সরে আসবে না তারা।

এ ছাড়া আন্দোলনকারীরা আজ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র জরুরি চিকিৎসা সেবা ছাড়া অন্য কোনো স্বাস্থ্যসেবা প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছেন।

অপরদিকে ফার্মেসি বন্ধ রেখে ওষুধ ব্যবসায়ীরাও আন্দোলনে নেমেছেন। মহানগরীর পাশাপাশি জেলা পর্যায়ের ফার্মেসিও বন্ধ রাখছেন।

এমন পরিস্থিতিতে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন মহলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আজ রাতে উভয় পক্ষের উপস্থিতিতে জরুরি সভা করবে বলে জানা গেছে। তা ছাড়া ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও উত্তেজনা প্রশমনে চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা করেও কোনো ফল আসেনি। এখন ক্ষমতাসীন রাজনীতিকদের হস্তক্ষেপের পাশাপাশি বিএমএর নেতাদের উদ্যোগ নিতে হবে।

এ ব্যাপারে খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানিয়েছেন, আজ রাতে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। বিএমএ নেতৃবৃন্দের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও থাকবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা জানিয়েছেন, আমরা একটি উদ্যোগ নিচ্ছি। আশা করি সন্তোষজনক সমাধান হবে।

এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম অন্তর গতকাল রাতে জানান, যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আন্দোলন ধর্মঘট চলবে। তা ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকেও কর্মসূচি আসছে। এদিন রাতে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে সভা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে গতকাল রাতে সভা করে জানানো হয়েছে, সব ওষুধের দোকান বন্ধ রাখা হবে। সোমবার থেকে শুধু হাসপাতালের সামনের দোকানগুলো বন্ধ রাখা হলেও বুধবার থেকে জেলার সব দোকান বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ওষুধ কেনার ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে পরস্পরকে অভিযুক্ত করে উভয় পক্ষই আন্দোলনে নামেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না, আলজাজিরাকে ডা. শফিক

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

জামায়াত নেতা নিহতের ঘটনায় চরমোনাই পীরের প্রতিক্রিয়া

জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে যা বললেন অর্ষা

১০

আগের সব ইতিহাস ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

১৩

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

১৪

ধ্বংসস্তূপ থেকে যেভাবে শনাক্ত করা হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মরদেহ

১৫

জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

১৬

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

১৭

শীতে মধ্যে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৮

ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয়

১৯

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

২০
X