চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

আবাসিকের অনুমোদন নিয়ে হাসপাতাল নির্মাণ!

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. শহীদ উল্লাহ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. শহীদ উল্লাহ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে ইমারত বিধিমালা অমান্য করে আবাসিক ভবনের পরিবর্তে হাসপাতাল নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে অভিযোগ করেও কোনো সুরাহা না পাওয়ার কথা জানিয়েছেন এক ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নগরীর মেহেদীবাগ এলাকার নিজ বাড়ির সামনে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মো. শহীদ উল্লাহ। তিনি নির্মাণাধীন বহুতল ওই ভবনের পাশেই ‘আনোয়ারা ম্যানসন’ নামে একটি চারতলা ভবনের মালিক।

অভিযুক্তরা হলেন— নগরের চকবাজার থানার মেহেদীবাগ এলাকার মৃত মো. নুরুল ইসলামের ছেলে মো. মনজুরুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মো. নজরুল ইসলাম, নুর আক্তার বানু বেগম, হোসনে আরা বেগম প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদ উল্লাহ বলেন, মূলত আমার চারতলা ভবনটি মেহেদীবাগ ৭০৯/বি সড়কে। যেটি আমার বাবা ১৯৭৫ সালে নির্মাণ করেছিলেন। আমাদের সামনে দুটো প্লট রয়েছে। যার মধ্যে দিয়ে ৮ ফুট একটি রাস্তা আমাদের মালিকানাধীন। এই রাস্তার বাম পাশেই ১৪ তলা র‍্যাঙ্কন ভবন আছে। আর ডান পাশে একটি ১০তলা আবাসিক কাম বাণিজ্যিক ভবন সিডিএর অনুমোদিত নকশায় নির্মিত হচ্ছে। কিন্তু ভবনের নির্মাণকাজ নকশার অনুমোদনের বাইরে গিয়ে করা হচ্ছে, যা ইমারত বিধিমালা লঙ্ঘন।

ওই ভবন নির্মাণকাজের জন্য তার ভবন মারাত্মক হুমকির মুখে উল্লেখ করে বলেন, ‘তারা এমনভাবে ভবন নির্মাণ করছে যাতে আমাদের যাতায়াতের রাস্তার সীমানা বরাবর ওদের স্থাপনা চলে আসে। নাগরিক বিবেচনায় আলো-বাতাস চলাচল, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনার জন্য যা মারাত্মক হুমকি। এ বিষয়ে গতবছরের ২৫ জুলাই আমি সিডিএ’তে অভিযোগ দিই। এ ছাড়া আমি পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং স্থানীয় কাউন্সিলরকেও একই অভিযোগ দিয়েছি। সবশেষ একই বছরের ২৫ নভেম্বর সিডিএতে আমি আরও একটি অভিযোগ দিই। এই অভিযোগের প্রেক্ষিতে সিডিএ নির্মাণাধীন ভবনের মালিকদের একটি কারণ দর্শানোর নোটিশও দেয়।’

নির্মাণাধীন ওই ১০তলা ভবন মালিকদের দেওয়া সিডিএর ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, সিডিএ কর্তৃক যে আবাসিক-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণের নকশা অনুমোদন দেওয়া হয়েছিল তার শর্ত অমান্য করেই নির্মাণকাজ চলছে। যেটি সরেজমিন তদন্তে সংস্থাটি প্রমাণ পেয়েছে। ভবনের নিচতলায় তিন পাশে যে পরিমাণ জায়গা খালি রেখে স্থাপনা করার কথা তা রাখা হয়নি। এ ছাড়া দ্বিতীয় থেকে ১০তলা পর্যন্তও একই কাজ করা হয়েছে। তাছাড়া আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অনুমতি নিয়ে হাসপাতাল হিসেবে ব্যবহার এবং এরজন্য ভবন লাগোয়া একটি সিঁড়িও নির্মাণ করছে বলে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে ৭ দিনের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়। এছাড়া কাজ বন্ধ না রাখলে আইনানুগ গ্রহণের কথাও বলা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, এখন পর্যন্ত সিডিএর এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কোনো আলামত দেখছি না। সিডিএ চেয়ারম্যানের সাথে দেখা করেও আমি এ বিষয়ে অবগত করেছি। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। নির্মাণাধীন ভবনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সিডিএকে আবেদন জানান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিডিএর সচিব রবীন্দ্র চাকমা অদোরাইজড অফিসার মোহাম্মদ হাসানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে মোহাম্মদ হাসানকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্নি-৫’ বাঙ্কার বাস্টার বানাচ্ছে ভারত

দিঘিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

যুক্তরাজ্যে বেনামে ফ্ল্যাট কিনেছেন নেতানিয়াহুর ছেলে

জাতিসংঘের কার্যালয় স্থাপনে বাংলাদেশ খেলাফত মজলিসের ক্ষোভ

পরিচয় মিলেছে কারাগারে বন্দি আশা বানুর, দেওয়া হলো পিতার জিম্মায় 

ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা ওবামা-বুশ

বিএমইটির বহির্গমন শাখার পরিচালক মামুনের বদলি 

ইয়াবা লুটের অভিযোগ : ছাত্রদল নেতার পদত্যাগ

১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’ সফল করুন : গোলাম পরওয়ার

দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

১০

পিলখানায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন বিজিবি মহাপরিচালকের

১১

ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৫৬৪৫ জন

১২

চূড়ান্ত হলো শাকিব খানের নতুন সিনেমা

১৩

ডেঙ্গু প্রতিরোধে নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের লিফলেট বিতরণ

১৪

আশুরাকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা গ্রহণ ডিএমপির

১৫

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েন ভারতীয় নাগরিক, অতঃপর...

১৬

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচন সম্ভব না : এ্যানি

১৭

পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

১৮

ভারতে পাকিস্তানি তারকাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার?

১৯

তুরস্কের ‘খপ্পর’ থেকে বাঁচতে ইসরায়েলে ঝুঁকছে সিরিয়া

২০
X