রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা লুটের অভিযোগ : ছাত্রদল নেতার পদত্যাগ

সানাউল্লাহ সেলিম। ছবি : সংগৃহীত
সানাউল্লাহ সেলিম। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে ইয়াবা লুটের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

সেলিম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রামু উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। সম্প্রতি ষড়যন্ত্র ও রাজনৈতিক রোষানলের শিকার হয়ে আমার সামাজিক ও রাজনৈতিক জীবনের মান ক্ষুণ্ন হচ্ছে, যা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সুখে থাক প্রাণের সংগঠন ছাত্রদল, ভালো থাকুক সুবিধাবাদীরা।’

এর আগে, ৩০ হাজার ইয়াবা লুটের ঘটনাকে কেন্দ্র করে সানাউল্লাহ সেলিমের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি অডিও রেকর্ড স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন, যা জেলায় তুমুল বিতর্কের সৃষ্টি করে। এরপর ২৮ জুন উপজেলা বিএনপি একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যার প্রধান করা হয় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির সওদাগরকে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, পাঁচ দিন পর সানাউল্লাহ সেলিম স্বেচ্ছায় পদত্যাগ করেন।

জেলা ছাত্রদলের নেতা মোহাম্মদুল হক জনি কালবেলাকে বলেন, পদত্যাগ কোনো স্থায়ী সমাধান নয়। আজ তারা পদত্যাগ করছে; কিন্তু কিছুদিন পর আবার বিএনপি বা অঙ্গসংগঠনের বিভিন্ন পদে ফিরে আসবে। এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের আহ্বায়কের পদ স্থগিত করা হলেও, তাদের দল থেকে আজীবন বহিষ্কার করা উচিত।

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান বলেন, আওয়ামী দুঃশাসনের সময়ে ত্যাগী নেতা হিসেবে পরিচিত সানাউল্লাহ ৫ আগস্টের পর নিজ ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে শুনেছি। তার অশোভন আচরণ ও ইয়াবা কেলেঙ্কারি জাতীয়তাবাদী পরিবারকে ব্যথিত করেছে। আমাদের নেতা সাবেক সংসদ সদস্য কাজল ভাই দলের নেতাকর্মীদের দুষ্কর্ম প্রতিরোধে সোচ্চার রয়েছেন।

তদন্ত কমিটির সদস্য ফয়সাল কাদের জানান, সানাউল্লাহ সেলিম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমরা নিরপেক্ষ তদন্ত করে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে প্রতিবেদন জমা দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১০

হাসপাতালে খালেদা জিয়া

১১

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১২

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১৩

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১৪

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৫

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৭

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৮

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৯

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

২০
X