মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপি নেতাসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত। ছবি : কালবেলা
চট্টগ্রাম মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত। ছবি : কালবেলা

চট্টগ্রাম মিরসরাইয়ে ইউনিয়ন বিএনপির সদস্যসহ অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুফিয়া রোড়ের ইউটান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)। একই এলাকার ৩ জনের একসঙ্গে মারা যাওয়ায় পুরো এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ৩ জন মোটরসাইকেলযোগে সুফিয়া রোড় একটি হোটেলে নাস্তা করতে যায়। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস চাপায় ঘটনাস্থলে ৩ জন মারা যায়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন। একসাথে তিনজন এভাবে মারা যাওয়ায় খুব খারাফ লাগছে।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নাম্বারে একাধিকবার যোগাযোগ করে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, শুক্রবার ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুফিয়া রোড়ের ইউটান এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

মিরসরাই উপজেলার বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব ছিল। মোটরসাইকেল দুর্ঘটনায় এভাবে তার মৃত্যু হবে কোনোভাবে মেনে নিতে পারছি না। পরিবারের সবাইকে এ শোক কাটিয়ে উঠার শক্তি দিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের তাইজুল

উইগ্রোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কাতার দূতাবাসের বার্তা

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

আরও বাড়ল স্বর্ণের দাম

১০

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

১১

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১২

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

১৩

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

১৪

সহজ সমীকরণ মিললেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৫

এক জেলার ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

১৬

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠান

১৭

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎

১৮

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

১৯

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

২০
X