নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ

ভাঙচুরকৃত নির্মাণাধীন দোকান। ছবি : কালবেলা
ভাঙচুরকৃত নির্মাণাধীন দোকান। ছবি : কালবেলা

নোয়াখালীতে মাদ্রাসা পরিচালকের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর ও নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল উপজেলার জমিদারহাট বাজার থেকে একজনকে আটক করেছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে নির্মাণাধীন দোকান ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম জোবায়ের হোসেন নাঈম (২৪)। তিনি স্থানীয় নন্দনপুর গ্রামের ওমর ফারুক মিলনের ছেলে।

ভুক্তভোগী হাজী রহমত উল্যাহ নূরানী তালিমূল কোরআন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারি আতিক উল্যাহ অভিযোগ করে বলেন, স্থানীয় জমিদার হাট বাজারের পশ্চিম পাশে রাইস মিল সংলগ্ন আমার কেনা ৪০ বছরের দখলীয় সম্পত্তিতে সম্প্রতি দোকানঘর নির্মাণের কাজ শুরু করি। গত ৫ জানুয়ারি সকালে স্থানীয় এওজবালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিন উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন লিটন, বিএনপি কর্মী আবদুল গনি বাবু, ওমর ফারুক মিলন, নাছির আহমেদ ও ছাত্রদল কর্মী জোবায়ের হোসেন নাঈমের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার নির্মাণাধীন দোকানঘরে প্রবেশ করে। এ সময় তারা আমার নির্মাণ কাজে বাধা দিয়ে আমার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

ক্বারি আতিক উল্যাহ আরও বলেন, আমি সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার সম্পত্তিতে কাজ করতে দেবে না বলে হুমকি দিয়ে চলে যায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পুনরায় আমার কাজ বন্ধ করে দেয় এবং আমিসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। এর জেরে সোমবার রাত ১টার দিকে উল্লেখিত সন্ত্রাসীদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমার নির্মাণাধীন দোকানঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা দোকান নির্মাণের সামগ্রী লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, সকালে আমি বিষয়টি সুধারাম থানা পুলিশ ও নোয়াখালী সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনী ও সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ছাত্রদল কর্মী জোবায়ের হোসেন নাঈমকে আটক করে।

অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মহিন উদ্দিন ও ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন লিটনের মুঠোফোনে কল করলে সংযোগ না পাওয়ায় তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে জোবায়ের হোসেন নাঈম নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

৩ দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১০

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১১

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১২

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৩

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৪

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৫

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

১৬

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

১৭

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

১৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

২০
X