রাজশাহী ব্যুরো ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি : সংগৃহীত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি : সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তিনি বিএসএফের গুলিতে আহত হন। পরে সকাল সাড়ে ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. হাবিল উদ্দিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি এলাকার বিলাল উদ্দিনের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাতে দিয়ে স্থানীয় ইউপি সদস্য কাশেদ আলী জানান, ভোররাতে সীমান্ত এলাকার গমের জমিতে পানি দিতে গিয়ে বিএসএফের গুলিতে হাবিল আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

আহত যুবক জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার তেলকুপি সীমান্তে ভোর সাড়ে ৫টার দিকে গম ক্ষেতে পানি দিতে গেলে বিএসএফ তাকে গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাবিলকে রামেক হাসপাতালে আনা হয়েছে। তার পিঠে এখনও গুলিবিদ্ধ অবস্থায় আছে। তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষ হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে বলা যাবে। বর্তমানে ওই যুবক বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গুলির ঘটনায় ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোরের দিকে সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলির শব্দ পাওয়া গেছে। এ বিষয়ে বিএসএফের কাছে জানতে চাওয়া হবে। তবে কারো আহত বা নিহত হওয়ার ঘটনা জানা যায়নি।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিএসএফ-বিজিবির মধ্যে এবং কাঁচা গম ও গাছ কাটা নিয়ে দুদেশের কৃষকের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছিল। বর্তমানে এই সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করলেও পার্শ্ববর্তী তেলকুপি সীমান্তে আজকে এই ঘটনা ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

ফিরছেন দীপিকা 

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

নিজেই বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি, জানুন কীভাবে

ধর্ষণের অভিযোগের পর চাপের মুখে বিয়ে

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

১০

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

১১

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

১২

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

১৩

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

১৪

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

১৫

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

১৬

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

১৭

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

১৮

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

১৯

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

২০
X