খুলনা ব্যুরো
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

খুলনার ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়াচক্র ‘দখলে’ নিল গণঅধিকার পরিষদ

খুলনা নগরের শান্তিধাম মোড়ে ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যালয় ‘দখল’ করে সাইনবোর্ড টাঙ্গিয়েছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
খুলনা নগরের শান্তিধাম মোড়ে ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যালয় ‘দখল’ করে সাইনবোর্ড টাঙ্গিয়েছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

খুলনা নগরের শান্তিধাম মোড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যালয় ‘দখল’ করে দলের মহানগর ও জেলা অফিসের সাইনবোর্ড টাঙ্গিয়েছে ভিপি নুরের গণঅধিকার পরিষদ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে পঞ্চবীথি ক্রীড়াচক্রের সাইনবোর্ডের জায়গায় ‘গণঅধিকার পরিষদ, খুলনা মহানগর ও জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন তারা।

খুলনা নগরীর শান্তিধাম মোড় এলাকায় পঞ্চবীথি ক্রীড়াচক্র ক্লাবটি যে ভবনে কার্যক্রম পরিচালনা করা হতো সেটি মূলত গণপূর্তের একটি পুরাতন দ্বিতল ভবন। ভবনের দ্বিতীয় তলার ৩টি রুমে ক্লাবের কার্যক্রম চলতো। আর নিচ তলায় একটি সাহিত্য একাডেমি, সুরঝংকার একটি সাংস্কৃতিক সংগঠন এবং একটি চিকিৎসকের চেম্বার রয়েছে।

জানা যায়, পাকিস্তান আমল থেকে পঞ্চবিথি ক্রীড়াচক্র ক্লাবটি খুলনায় সুপরিচিত। খুলনা জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত এ ক্লাবটি খুলনায় বিভাগীয় ক্রিকেট লীগ ও প্রিমিয়ার লীগ, ক্রিকেট লীগ খেলায় একাধিকবার শিরোপাজয়ী। খুলনার নগর বিএনপির সাবেক আহ্বায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবীসহ একাধিক ক্রীড়ানুরাগীরা এ ক্লাবের নেতৃত্ব থেকে পদ পেয়েছেন বিসিবি, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায়।

শুরুতে শান্তিধাম এলাকায় তারের পুকুর জাতিসংঘ মাঠ এলাকায় ক্লাবটি পরিচালনা করা হলেও ২০১০ সালের দিকে গনপূর্ত বিভাগ-২ থেকে দোতলায় ৩টি কক্ষ নিজেদের নামে বরাদ্দ নেয় তারা। এরপর গত প্রায় ১৪ বছর ধরে সেখানে ক্লাবের কাযক্রম পরিচালনা করে আসছেন পঞ্চবীথি ক্রীড়াচক্রের কর্মকর্তারা। তবে বিভিন্ন সময় জুয়া খেলা পরিচালনা করার অভিযোগ আছে এ ক্লাবের বিরুদ্ধে। তবে ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে ক্লাব এক প্রকার বন্ধই রয়েছে। আজ হঠাৎ তালা ভেঙে সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের প্রবেশ করায় হতভম্ব হয়ে গেছেন তারা। গণঅধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এখানে পঞ্চবীথি ক্রীড়াচক্রের অবৈধ কাযক্রম চলতো। এখানে জুয়া খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরণের অসামাজিক কাযক্রম পরিচালনা করা হতো। ৫ আগস্টের পর এসব অভিযোগের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। খোঁজ নিয়ে জানতে পারি ক্লাবটি অবৈধভাবে জায়গাটি দখল করে আছে। পরে আমরা আমাদের প্রক্রিয়াতে তাদের উচ্ছেদের জন্য বারবার করে বলেছি। তারা সরবে না বলে আমরা স্থানীয় ও আরও যেসব রাজনৈতিক দল আছে সবাইকে বলে আমরা এটাকে উচ্ছেদ করার জন্য আজ এসেছি।’

তিনি বলেন, ‘এখানে যেন কোনো ধরনের অনৈতিক কাজ না হয় সেজন্য আমরা আজ থেকে এখানে পাহারায় থাকবো। এ ছাড়া কক্ষ ৩টি গণ অধিকার পরিষদের নামে বরাদ্দ নেওয়ার জন্য গণপূর্ত ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।’

তালা ভেঙে ভেতরে প্রবেশ ও ব্যানার টানিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বারবার করে বলা হয়েছিল কিন্তু তারা (পঞ্চবীথি) তা শোনেনি বরং কার্যক্রম চালিয়ে গেছে। এ কারণে এটা করা হয়েছে।’

ব্যানার টানিয়ে দেওয়ার ব্যাপারে তিনি আরও বলেন, ‘কে বা কারা পাবে, কাদের সঙ্গে যোগাযোগ করবে এ কারণে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।’

পঞ্চবীথি ক্রীড়াচক্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে বরাদ্দ নিয়েই দীর্ঘদিন ধরে সেখানে পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রায় ৬ মাস ধরে ক্লাবটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে। সেখানে যদি কোনো অনৈতিক কাজ চলে তাহলে সাধারণ মানুষের সেটা জানার কথা। তালা ভেঙে ভেতরে প্রবেশ করার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এভাবে দখলদারিত্ব জনগণ আশা করে না। এমন দখলদারিত্ব অন্যের সম্পদ দখলে অসাধু ব্যক্তিদের উৎসাহিত করে এবং শান্তিপ্রিয় মানুষকে মানসিকভাবে আঘাত করে। এর ফলে দুর্বৃত্তরা সরকারি সম্পদ দখলে উৎসাহিত হতে পারে। ফলে নগরীর শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ জাতীয় হীন কাজ পরিহারে তাদের দলীয় সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। একইভাবে অন্যায় প্রতিহত ও সরকারি সম্পদ রক্ষায় জন্য প্রশাসনকেও আইনগত পদক্ষেপ নিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী সোহাগ হত্যায় পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার

সৌদিতে নারী চালকদের রাইড শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে উবার

শহীদ আবু সাঈদ / যে ছাত্র দুই হাত প্রসারিত করে বুক পেতে গুলি নিয়েছিলেন

মধ্যপ্রাচ্যের একটি দেশে ছবি তুললে হতে পারে কোটি টাকা জরিমানা (ভিডিও)

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক আজ

প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনা বদলে দেয় আকাশ ভ্রমণের সব নিয়মকানুন

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

‘শতাব্দীর বিধ্বংসী ঝড়’ নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ

সৌদিতে পতিতাবৃত্তি, ১২ প্রবাসী গ্রেপ্তার

১৬ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১০

শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী আজ

১১

১৬ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১২

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন মরণফাঁদ

১৪

স্যামসাং-এ চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

১৫

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ফার্মগেটে বিক্ষোভ

১৭

সকালে খালি পেটে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন

১৮

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি

১৯

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

২০
X