দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৮

শিয়ালের আক্রমণ। পুরনো ছবি
শিয়ালের আক্রমণ। পুরনো ছবি

রাজশাহীর দুর্গাপুর ও পবা উপজেলার পৃথক এলাকায় শিয়ালের কামড়ে নারীসহ ৮ জন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের উত্তর তেকাটাপাড়া এবং দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী, ব্রহ্মপুর ও দাওকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওইসব এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন- পবা উপজেলার তেকাটাপাড়া গ্রামের মোজ্জাফর আলী (৬০), আব্দুল মান্নান (৪৫) ও মাছিফা বিবি (৫০)। অপরদিকে দুর্গাপুর উপজেলার সুখানদিঘী গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), ব্রহ্মপুর গ্রামের জনাব আলী (৬৫), দাওকান্দি গ্রামের মোবারক আলী (৫২), মোজ্জাফর হোসেন (৭০) ও মাজেদা বেগম (৫০)।

তেকাটাপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন কালবেলাকে বলেন, বিকেলে আলুর জমিতে কীটনাশক প্রয়োগ করে বাসায় ফেরার সময় আমাকে শিয়ালে আক্রমণ করে। পরে আমার কাছে বালটি থাকায় কামড় থেকে কোনোভাবে আমি রক্ষা পেয়েছি। তবে আমার গ্রামের অপর ৩ জন ভেড়াপোড়া বিলে ছাগল চরানোর সময় হঠাৎ তাদের শিয়ালে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থান কামড় দিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, শিয়ালের কামড়ে আহত ব্রহ্মপুর গ্রামের জনাব আলী কালবেলাকে বলেন, আমি বিকাল ৩টার দিকে বাড়ি থেকে বাজারে চা খাওয়ার জন্য বাগানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে আমার পায়ে কামড় দেয়।

দাওকান্দি গ্রামের আহত মোজ্জাফর হোসেনের ছেলে রুস্তম আলী কালবেলাকে জানান, আমার বাবা সন্ধ্যার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে শিয়ালে কামড় দেয়। এতে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ক্ষত হয়। এ ঘটনায় সন্ধ্যা থেকে ওইসব এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রুহুল আমিন কালবেলাকে বলেন, ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। তাছাড়া ক্ষতস্থানের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসক চিকিৎসা দেবেন।

এছাড়াও শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শ দেন ডা. রুহুল আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসএলে ডাক পেতে পারেন দুই বাংলাদেশি ক্রিকেটার

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট

প্রস্রাব বা বায়ুর বেগ চেপে রেখে নামাজ পড়া কি জায়েজ?

ক্রিডেন্স হাউজিং লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর

১৫০ টাকায় মেলে শত বছরের ঐতিহ্যবাহী মহিষের দই

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮ অভিবাসী 

যুবদলের শীর্ষ ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ক্যাচ মিসে সবার শীর্ষে ভারত, বাংলাদেশের অবস্থান কত

সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার জুবিন গার্গের স্ত্রী

১০

যে ক্লাবের খেলা দেখলে আপনি পাবেন প্রায় ১৪০০ টাকা!

১১

হবিগঞ্জের খুদে ফুটবলার জুনেলের পাশে তারেক রহমান

১২

স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী

১৩

গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন, ৪৮ ঘণ্টায়ও নেই মামলা-আটক

১৪

‘আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ’

১৫

অঘোষিত ‘সেমিফাইনালে’ রাতে মাঠে নামছে বাংলাদেশ

১৬

শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি : ডা. জাহিদ

১৭

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি 

১৮

খাগড়াছড়িতে অবরোধ চলছে, বাসে গুলতি ছোড়ার অভিযোগ

১৯

রণতরীতে চীনের নতুন প্রযুক্তি দেখে বিস্মিত যুক্তরাষ্ট্র

২০
X