খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মাঘের শীতে কাঁপছে দিনাজপুর

ঘন কুয়াশা উপেক্ষা করে কাজে বেরিয়েছেন দিনাজপুরের মানুষ। ছবি : কালবেলা
ঘন কুয়াশা উপেক্ষা করে কাজে বেরিয়েছেন দিনাজপুরের মানুষ। ছবি : কালবেলা

মাঘের শীতে নাজেহাল দেশের উত্তরের জেলা দিনাজপুর। হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিবছর এখানে শীতের তীব্রতা বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। হিমেল ঠান্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন কাহিল হয়ে পড়েছে এ জেলায়। টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। প্রতিনিয়তই হচ্ছে তাপমাত্রার ছন্দপতন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৬টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে বুধবার এ জেলায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে, আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকেই। এই শীতে জীবন-জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের ভোগান্তি একটু বেশি। যে যার সাধ্যমতো গরম কাপড় গায়ে জড়িয়ে বের হচ্ছে নিজ গন্তব্যে। অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান। ভোরে কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

দিনমজুর আমিনুল ইসলাম বলেন, কুয়াশার কারণে সকালে কিছুই দেখা যায় না। কাজের সন্ধানে বের হলেও কাজ পাওয়াই কষ্ট। আল্লাহ জানে কবে এই শীত যাবে। ভ্যানচালক ইদ্রিস আলী বলেন, সকালে আসলাম কিছুই তো, দেখা যায় না। এ ছাড়া লোকজনও কম। এই ঠান্ডায় বেশ কষ্টে আছি।

চিকিৎসা নিতে আসা রোগী নূর আমীন বলেন, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছি। সেই সঙ্গে সর্দি, কাশি ও গলা ব্যথা তো আছেই। প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তনেই এ রকম হচ্ছে।

কৃষক মশিউর রহমান জানান, ঘন কুয়াশার কারণে খুব টেনশনে আছি। না জানি কী ক্ষতি হচ্ছে ক্ষেতের।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

স্কয়ার গ্রুপে আবেদনের সুযোগ, আর মাত্র একদিন বাকি

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা

গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত

২৩ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

ফেনসিডিল কাণ্ডে এসআই কামাল প্রত্যাহার

১১

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

রাজধানীতে মধ্যরাতে ভয়াবহ আগুন

১৩

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

১৪

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

১৫

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

১৬

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

১৭

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

১৮

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

১৯

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

২০
X