সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজ দলের নেতার কাছে চাঁদা দাবি, হত্যার হুমকি বিএনপি নেতার

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা। ছবি : সংগৃহীত
চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা। ছবি : সংগৃহীত

চাঁদা না দেওয়ায় নিজ দলের সহযোগী সংগঠনের এক নেতার বাড়ি নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওসমান আলী আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আলম আলমগীর। ওসমান আলী চৌহালী উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি।

তিনি বলেন, ওসমান আলী বাদী হয়ে জাহিদ মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে চৌহালী আমলি আদালতে পিটিশন মামলা করেছেন। বিচারক বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।

মামলায় ওসমান আলী উল্লেখ করেন, যমুনার ভাঙনে বসতবাড়ি বিলীন হওয়ায় খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি পূর্বপাড়ায় শ্বশুর বাড়ি থেকে পাওয়া ২৭ শতক জায়গায় বেশ কিছুদিন আগে বসতবাড়ি করে বসবাস করছি। সম্প্রতি সেখানেই একটি টিনের ঘরের পাকা দেওয়াল নির্মান শুরু করেছি। এ অবস্থায় ১ জানুয়ারি সকালে জাহিদ মোল্লা ২০/২৫ জন লোকজন নিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তিনি জোরপূর্বক ৩টি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং টাকা পরিশোধ না করা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। তা না হলে আমাকে প্রাণনাশের হুমকি দেন তিনি।

ওসমান আলী বলেন, এ ঘটনায় ২১ জানুয়ারি আদালতে পিটিশন মামলা করেছি। কিন্তু মামলার বিষয়টি জেনে জাহিদ মোল্লা আরও ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। নিরাপত্তার অভাবে বাড়িতে যেতে পারছি না। পরিবারের লোকজন বাড়িতে আতংকে বসবাস করছে। প্রায় ১ মাস ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে।

এসব অভিযোগ অস্বীকার করে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, ওসমান আলী আদালতে মিথ্যা মামলা করে বাড়ি ছেড়ে এখন গাজীপুরে অবস্থান করছে। আমি ওর কাছে কীসের চাঁদা চাইব। ও নিজেই তো ১০০/২০০ টাকা চাঁদা তুলে খায়। মিথ্যা মামলা করার কারণে এলাকার বহু লোকজন ক্ষেপে আছে, বাড়িতে এলেই ওসমানকে ধরবে।

সিরাজগঞ্জ ডিবির ওসি একরামুল হোসাইন জানান, এ-সংক্রান্ত আদেশের কপি এখনো আদালত থেকে ডিবি অফিসে এসে পৌঁছেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু হতে বাকি আর কত দিন?

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

‘সর্বকালের সেরা’ বাছাই করলেন আলভারেজ — কারা আছেন তালিকায়?

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

অক্টোবরে লঘুচাপ-নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১২

খাগড়াছড়ির অবরোধ পুরোপুরি প্রত্যাহার

১৩

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

১৪

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

১৫

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

১৬

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

১৭

নিয়োগ দিচ্ছে আগোরা

১৮

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

১৯

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

২০
X