

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না। ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর এএফপি’র।
খাসোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত হন। ঘটনাটি আন্তর্জাতিক কূটনৈতিক সংকট তৈরি করলেও ট্রাম্প যুবরাজকে লালগালিচা সংবর্ধনা এবং নৈশভোজের মাধ্যমে সম্মান জানান এবং সৌদি আরবকে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে উল্লেখ করেন।
অথচ মার্কিন গোয়েন্দা সংস্থার ২০২১ সালের প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ হত্যার অনুমোদন দিয়েছিলেন। তখন সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলেছে, হত্যাকাণ্ড ছিল কিছু দুর্বৃত্ত এজেন্টের কাজ।
মার্কিন সফরে যুবরাজ ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
উভয় দেশ বৈঠকে বেসামরিক পারমাণবিক সহযোগিতা ও বড় প্রতিরক্ষা বিক্রয়সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে।
মন্তব্য করুন