পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের মুখে পঞ্চগড়ের চার বিচারকের বদলি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আন্দোলনের মুখে অবশেষে পঞ্চগড়ের আলোচিত সেই চার বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেই চার বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-০১) এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পরে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্য/সদস্যগণকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার/ তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো। উপরি বর্ণিত কর্মকর্তাকে/কর্মকর্তাদের পরবর্তী জ্যৈষ্ঠ কর্মকর্তার নিকট অবিলম্বে বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আইন মন্ত্রণালয়ে সংযুক্ত বিচারকেরা হলেন- জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মন্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী। এ ছাড়াও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুজ্জামানকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী কালবেলাকে বলেন, চার বিচারকের বদলির প্রজ্ঞাপনের বিষয়টি ইতোমধ্যে জেনেছি। আমরা চার বিচারকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের তথ্য সংবলিত একটি পত্র খুব শিগগিরই জেলা প্রশাসকের নিকট জমা দিয়ে দেব।

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জমিরুল ইসলাম কালবেলাকে বলেন, চার বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপনের বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো চিঠি পাইনি।

এর আগে, গত ২২ জানুয়ারি দুপুরে নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে চার বিচারকের অপসারণের দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন পরবর্তী সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চার বিচারককে অপসারণের আলটিমেটাম দেন তারা। পরে ২৪ ঘণ্টা পার হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ২৬ জানুয়ারি দুপুরে বিক্ষোভ করে আদালতের চারটি গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। পরে তারা পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে রাখেন। একপর্যায়ে বিকেল ৫টায় আদালতের ভেতরে ঢুকে চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে রাত ৮টার দিকে জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

১২

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১৪

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৭

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৮

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

মুরাদনগরে ঝাড়ু মিছিল

২০
X