বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নিজের ওপর হামলাকারীকে ক্ষমা করে দিলেন মুফতি ফয়জুল করীম

স্বপন চন্দ্র দাসকে আটকের চিত্র। ছবি : কালবেলা
স্বপন চন্দ্র দাসকে আটকের চিত্র। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় আটক স্বপন চন্দ্র দাসকে ছেড়ে দিয়েছে পুলিশ। মুফতি ফয়জুল করীমের অনুরোধেই মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনির পার্শ্ববর্তী খালপাড়ে নিজের বাসা থেকে স্বপন চন্দ্র দাসকে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করে পুলিশ। তার আগে ওই এলাকার নিজ বাসায় তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা।

ইসলামী আন্দোলন বরিশাল জেলার প্রচার সম্পাদক এইচএম সানাউল্লাহ বলেন, দলের কর্মী-সমর্থকরা হামলাকারী স্বপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে সিনিয়র নায়েব আমিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য দল থেকে আটককৃতর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করিনি।

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কমিশনার স্যারকে ফোন করেছিলেন। তিনি স্যারকে জানিয়েছেন, স্বপন চন্দ্র দাসের ওপর তার কোনো রাগ-ক্ষোভ নেই। তিনি স্বপনকে সসম্মানে তার পরিবারের জিম্মায় ছেড়ে দিতে অনুরোধ করেছেন। এজন্য রাতেই তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করতে চাইলে মেয়র প্রার্থী ফয়জুল করীমকে বাধা দেন আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতের অনুসারীরা। একপর্যায় তারা হামলা করে ফয়জুল করীমের ওপর। এতে রক্তাক্তা হন তিনি। সেই হামলার মূলহোতা ছিলেন স্বপন।

এদিকে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বরিশাল ছাড়েন খোকন সেরনিয়াবাত অনুসারী যুবলীগ কর্মী স্বপন চন্দ্র দাস। ঢাকায় একজন কর্মকর্তার ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে গোপনে বরিশালে আসেন তিনি। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পূর্বে তাকে তার নিজ বাসায় ঘেরাও করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সদস্য আহত

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় মিশনের ব্যাখ্যা

আজকে স্বর্ণের বাজার দর

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

জেনে নিন উচ্চ রক্তচাপের ১২ কারণ

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

রুমিন ফারহানাকে নিয়ে অজানা গল্প বললেন আরজে কিবরিয়া

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক

১০

ডাকসুর প্রচারণায় মানতে হবে যেসব আচরণবিধি

১১

চাকসু নির্বাচনে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যহতি চেয়েছে ছাত্রদল

১২

চমক রেখে দল ঘোষণা করল ব্রাজিল

১৩

৯ সংকেতে বুঝবেন টেস্টোস্টেরন হরমোন কমেছে

১৪

ইসরায়েলকে একহাত নিল ফ্রান্স-জার্মানি

১৫

দেশের চার এলাকাকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ ঘোষণা

১৬

মাঝরাতে মিথিলার খুশির খবর

১৭

‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ করতে চায় যুক্তরাষ্ট্র

১৮

সাব ব্রাঞ্চ ইনচার্জ পদে ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ

১৯

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

২০
X