ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানা পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
১৭ আগস্ট ঢাকা টিকাটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিন বছরের সাজা থেকে বাঁচতে দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি।
জসিম উদ্দিন (৪০) গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের কান্দি গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ ময়মনসিংহ জেলার দায়রা জজ আদালতে একটি চুরি মামলায় তিন বছরের সাজা হয়। সাজার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পাগলা থানার ওসি মো. রাজু আহাম্মেদ বলেন, গতকাল শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জসিম উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন