সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে : জি এম কাদের

লক্ষ্মীপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : কালবেলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার জবাবদিহিতার কোনো বালাই করে না। নিজেদের ইচ্ছামতো দলীয়করণ করতে গিয়ে স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘এ দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা আওয়ামী লীগ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না বলে মনে করে তারা। এ জন্যই তারা আওয়ামী লীগ ছাড়া আর কাউকে মানুষ মনে করে না। এ দেশের কৃষক-শ্রমিক যুদ্ধ করেছেন। তারা সবাই আওয়ামী লীগ ছিলেন না। তাই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের একমাত্র দাবিদার আওয়ামী লীগ হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার নামে এ দেশের মানুষকে বিভাজন করেছে আওয়ামী লীগ। তারা বিভিন্ন নামে একশ্রেণির মানুষকে সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছে।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে একমাত্র জাতীয় পার্টি সাধারণ মানুষের কথা শুনতে মানুষের কাছাকাছি পৌঁছাতে চেষ্টা করছে। জাতীয় পার্টির কাছে মানুষ তাদের ইচ্ছামতো কথা বলতে পারছে। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করে জনগণের অধিকাংশ রায় নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে জনগণের সরকার গঠনের স্বপ্ন দেখে জাতীয় পার্টি।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ্‌। জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মাহমুদুর রহমান সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

দ্বিতীয় অধিবেশনে লক্ষ্মীপুর জেলার নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক জনের নাম প্রস্তাব ও সমর্থন আসে।

পরে কেন্দ্রীয় নেতারা জেলা কমিটির নতুন নেতা গঠনের বিষয়ে ঢাকায় ফিরে আলাপ-আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

২০১৪ সালের ৪ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সর্বশেষ সম্মেলন হয়। এরপর দীর্ঘদিন পর দলটির এই ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলন হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১০

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১১

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১২

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৩

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৪

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৫

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৭

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৮

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৯

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

২০
X