লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে : জি এম কাদের

লক্ষ্মীপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : কালবেলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার জবাবদিহিতার কোনো বালাই করে না। নিজেদের ইচ্ছামতো দলীয়করণ করতে গিয়ে স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘এ দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা আওয়ামী লীগ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না বলে মনে করে তারা। এ জন্যই তারা আওয়ামী লীগ ছাড়া আর কাউকে মানুষ মনে করে না। এ দেশের কৃষক-শ্রমিক যুদ্ধ করেছেন। তারা সবাই আওয়ামী লীগ ছিলেন না। তাই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের একমাত্র দাবিদার আওয়ামী লীগ হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার নামে এ দেশের মানুষকে বিভাজন করেছে আওয়ামী লীগ। তারা বিভিন্ন নামে একশ্রেণির মানুষকে সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছে।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে একমাত্র জাতীয় পার্টি সাধারণ মানুষের কথা শুনতে মানুষের কাছাকাছি পৌঁছাতে চেষ্টা করছে। জাতীয় পার্টির কাছে মানুষ তাদের ইচ্ছামতো কথা বলতে পারছে। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করে জনগণের অধিকাংশ রায় নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে জনগণের সরকার গঠনের স্বপ্ন দেখে জাতীয় পার্টি।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ্‌। জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মাহমুদুর রহমান সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

দ্বিতীয় অধিবেশনে লক্ষ্মীপুর জেলার নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক জনের নাম প্রস্তাব ও সমর্থন আসে।

পরে কেন্দ্রীয় নেতারা জেলা কমিটির নতুন নেতা গঠনের বিষয়ে ঢাকায় ফিরে আলাপ-আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

২০১৪ সালের ৪ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সর্বশেষ সম্মেলন হয়। এরপর দীর্ঘদিন পর দলটির এই ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলন হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

১০

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

১১

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

১২

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

১৩

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

১৪

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

১৫

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

১৬

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

১৭

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১৮

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১৯

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

২০
X