কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ এএম
অনলাইন সংস্করণ

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

মোনাজাতের দৃশ্য। ছবি : সংগৃহীত
মোনাজাতের দৃশ্য। ছবি : সংগৃহীত

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি‌ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিম হয়। ১০টা থেকে শুরু হয় খিত্তায় তালিম। জোহরের নামাজের পরে বয়ান হয় যার তরজমা করেন, মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করেন হাফেজ মঞ্জুর, তরজমা করেন মাওলানার রুহুল আমিন। আসরের বয়ানের পরে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।

বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ যার তরজমায করেন মাওলানা মুনির বিন ইউসুফ। এছাড়া আগামীকাল রোববার ফজরের নামাজের পর বয়ান করবেন ভারতের মোরসালিন, তরজমায় মাওলানা ওসামা ইসলাম। হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমায় মাওলানা মুনির বিন ইউসুফ।

ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।

তৃতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত শেষে তারা আরও এক দিন ময়দানে অবস্থান করতে পারেন।

মুসল্লির মৃত্যু

ইজতেমার তৃতীয় ধাপে এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারা যান খুলনা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

স্বীকৃতি-আশ্রয় ও যৌথভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জামুকা

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

১০

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১২

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১৩

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৪

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

১৫

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৬

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

১৭

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১৮

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

১৯

বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য / সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

২০
X