মেহেরপুরে বিসিকের উপব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে বিসিক কার্যালয়ের পাশের একটি আম গাছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। শামসুজ্জামান মিঠু ঝিনাইদহ জেলার বাসিন্দা।
মেহেরপুর বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, ‘কী কারণে এমনটা ঘটেছে তার কিছুই বুঝতে পারছি না। সকাল ৮টায় আমগাছে মরদেহ ঝুলছে জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।’
মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার বলেন, ‘গলায় রশি পেঁচানো বিসিক কর্মকর্তার মরদেহ বিসিক ক্ষুদ্র শিল্প এলাকার পেছনের পুকুরসংলগ্ন একটি আমগাছে ঝুলছিল। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’
মন্তব্য করুন