বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ভারতীয় সাবেক হাইকমিশনারের নামে সড়ক

হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলক উন্মোচনকালে সংসদ সদস্য রত্না। ছবি : সংগৃহীত
হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলক উন্মোচনকালে সংসদ সদস্য রত্না। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে সাড়ে তিন কিলোমিটার সড়কের নামকরণ করা হয়েছে।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না ও তার স্বামী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে এই নামকরণ করা হয়। তবে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সড়কের নামকরণ করা হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, তারা এই নামের কোনো সড়কের সংস্কার করছেন না। সংসদ সদস্য করে থাকলে সেটি তার নিজস্ব দায়। সরকারি দপ্তর তা জানে না। এদিকে সাবেক হাইকমিশনারের নামে সড়কের নামকরণ করায় বরিশাল জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০১৬ বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের তেরোঘর নামক এলাকায় প্রতিষ্ঠিত মহাত্মা গান্ধী আশ্রম ও কলসকাঠি বধ্যভূমি পরিদর্শন করেন তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সেই পরিদর্শনকে সম্মান জানাতে উপজেলা কমিটির সঙ্গে সভা ছাড়াই চলতি মাসের ৭ আগস্ট তেরোঘর এলাকার কলসকাঠী থেকে ডিঙ্গারহাট সাড়ে তিন কিলোমিটার সড়কের নাম ফলক উন্মোচন করেন সংসদ সদস্য নাসরিন জাহান রত্না ও তার স্বামী এবিএম রুহুল আমিন হাওলাদার। তারা ৭ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে সড়কের পাশে হর্ষ বর্ধন শ্রিংলা ফলকের ভিত্তিপ্রস্তর লাগিয়ে দেন। ফলকটি ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে বলে জানান স্থানীয়রা। ফলকে সড়ক সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাও জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল বলেন, সড়কের নামকরণে বাংলাদেশি কারও নামের ক্ষেত্রে উপজেলা কমিটি থেকে প্রস্তাব নিতে হয়। আর বিদেশি কারও নামকরণের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন নিতে হয়। এখানে সেসব নিয়মের কোনোটাই মানা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, কলসকাঠির তেরোঘরে সাড়ে তিন কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। তবে ওখানে হর্ষ বর্ধন শ্রিংলা সড়ক নামে কোনো সড়কের সংস্কার এলজিইডির কার্য তালিকায় নেই। এই নামে কোনো সড়ক রয়েছে তার অনুমোদন মন্ত্রণালয় থেকে আসেনি। সড়কের নামকরণ তো মন্ত্রণালয় থেকে হয়ে আসে। এই নামে আমরা কিছুই পাইনি। স্থানীয় সংসদ সদস্য যদি কোনো ফলক লাগিয়ে থাকেন সেটি তিনি ব্যক্তিগতভাবে করেছেন। সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এটুকু বলতে পারি এই নামে কোনো সড়ক এলজিইডির নেই।

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি লাগানো হয়েছে। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু শোক দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় উপজেলার কর্মকর্তারা আসতে পারেননি। সড়কটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

মালিক বাড়িতে নেই, গরু বিক্রি করে লাপাত্তা কর্মচারী

শয়তানের নিশ্বাস ছড়িয়ে গৃহবধূর সর্বস্ব লুট

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প / দরকষাকষি চলছে, আরও সময় লাগবে

সকালে ঘুম থেকেই উঠেই কি মোবাইল ফোন ঘাঁটেন, হতে পারে যেসব বিপদ

সাগরে মিলল ১২ কোটি টাকার গুপ্তধন

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিশ্ব শিশু দিবস আজ 

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১০

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

১৩

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

১৪

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

১৫

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

১৬

টিভিতে আজকের যত যত খেলা

১৭

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

১৯

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

২০
X