ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টাকা হারানোয় শিক্ষার্থীদের চালপড়া খাওয়ালেন শিক্ষিকা

ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারানোর ঘটনায় শিক্ষার্থীদের চালপড়া খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি শিক্ষার্থীদের চালপড়া খাওয়ান।

জানা গেছে, সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে দুই হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে তিনি কোনো এক কবিরাজের কাছ থেকে চালপড়া এনেছেন বলে শিক্ষার্থীদের খাওয়ান।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করে জানান, ওই শিক্ষিকা তাদের বলেন, তার ব্যাগ থেকে কে টাকা নিয়েছে? তিনি চুরির বিষয়টি স্বীকার করার জন্য চাপ সৃষ্টি করেন। শিক্ষার্থীরা জানায়, এর কিছুক্ষণ পর ম্যাডাম এসে আমাদের বলে, কবিরাজের কাছ থেকে চালপড়া নিয়ে এসেছি এগুলো সবাই খাও। তাহলে কে টাকা নিয়েছে বেরিয়ে আসবে। তিনি জোর করে আমাদের চাল খাওয়ান।

স্থানীয় বাসিন্দা পান্না মিয়া জানান, সোমবার ওই বিদ্যালয়ের শিক্ষিকার টাকা হারিয়ে গেলে শিক্ষিকা কোথা থেকে চালপড়া নিয়ে এসে শিক্ষার্থীদের জোরপূর্বক খাইয়ে দেয়, এতে স্কুলের শিক্ষার্থীরা অনেক নার্ভাস হয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে অভিভাবকরা স্কুলে গেলে ওই শিক্ষিকাকে আর পাওয়া যায়নি।

শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন, আমার টাকা চুরি হয়েছে। অন্য সহকর্মীদের পরামর্শে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়েছে। তবে চাল কবিরাজের পড়া চাল ছিল না। এটা নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফজিলা পারভীনের নিকট মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা কালবেলাকে বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। ইতোমধ্যে আমি সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১০

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১১

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১২

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৩

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৪

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৫

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৬

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৭

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

১৮

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১৯

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

২০
X