ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টাকা হারানোয় শিক্ষার্থীদের চালপড়া খাওয়ালেন শিক্ষিকা

ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

ঝিনাইদহের সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারানোর ঘটনায় শিক্ষার্থীদের চালপড়া খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি শিক্ষার্থীদের চালপড়া খাওয়ান।

জানা গেছে, সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে দুই হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে তিনি কোনো এক কবিরাজের কাছ থেকে চালপড়া এনেছেন বলে শিক্ষার্থীদের খাওয়ান।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করে জানান, ওই শিক্ষিকা তাদের বলেন, তার ব্যাগ থেকে কে টাকা নিয়েছে? তিনি চুরির বিষয়টি স্বীকার করার জন্য চাপ সৃষ্টি করেন। শিক্ষার্থীরা জানায়, এর কিছুক্ষণ পর ম্যাডাম এসে আমাদের বলে, কবিরাজের কাছ থেকে চালপড়া নিয়ে এসেছি এগুলো সবাই খাও। তাহলে কে টাকা নিয়েছে বেরিয়ে আসবে। তিনি জোর করে আমাদের চাল খাওয়ান।

স্থানীয় বাসিন্দা পান্না মিয়া জানান, সোমবার ওই বিদ্যালয়ের শিক্ষিকার টাকা হারিয়ে গেলে শিক্ষিকা কোথা থেকে চালপড়া নিয়ে এসে শিক্ষার্থীদের জোরপূর্বক খাইয়ে দেয়, এতে স্কুলের শিক্ষার্থীরা অনেক নার্ভাস হয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে অভিভাবকরা স্কুলে গেলে ওই শিক্ষিকাকে আর পাওয়া যায়নি।

শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন, আমার টাকা চুরি হয়েছে। অন্য সহকর্মীদের পরামর্শে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়েছে। তবে চাল কবিরাজের পড়া চাল ছিল না। এটা নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফজিলা পারভীনের নিকট মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা কালবেলাকে বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। ইতোমধ্যে আমি সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড

সিআরইউর সভাপতি লিটন সেক্রেটারি মামুন প্রচার সম্পাদক রকি

জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

প্রথমবার ঢাকায় নারী সমাবেশ করতে যাচ্ছে জামায়াত

বিএনপি খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে তারেক রহমান

ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০ মুসলিম বিজ্ঞানী

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংঘর্ষ

নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই : মান্নান

বলিউডে ২৫ বছরে এই প্রথম যা ঘটতে যাচ্ছে, অপেক্ষায় সিনেপ্রেমীরা

জামায়াত প্রার্থীর রিট খারিজ, কায়কোবাদের প্রার্থিতা বহাল

১০

জাতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় আছে : রবিন

১১

উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় ২৫টি হালাল ব্যবসার ধারণা

১২

সাংস্কৃতিক কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় মনির খান

১৩

তনির সাবেক স্বামীর মামলা খারিজ

১৪

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার

১৫

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত প্রায় ৬ হাজার

১৬

চাঁদাবাজির তকমা দিয়ে নির্বাচন করা যাবে না : মির্জা আব্বাস

১৭

ভালোবাসা দিবসে বিষাদমাখা প্রেমের গল্প

১৮

এক কলেজ থেকে মেডিকেলে সুযোগ পেলেন ১০৮ শিক্ষার্থী, দেওয়া হলো সংবর্ধনা

১৯

সমাবেশ মঞ্চে তারেক রহমান

২০
X