চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ। ছবি : কালবেলা

বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবিতে পাক হানাদার বাহিনীর বুলেটের সামনে তাজা প্রাণ বিলিয়ে দেওয়া মহান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিক শুরু হয়। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক ফরিদা খানম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর শহীদ মিনার সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিপুল সংখ্যক মানুষ দলে দলে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা পরিষদ, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যাট কার্যালয়, বন বিভাগ, ফায়ার সার্ভিসসহ আরও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম মহানগর বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘১৯৫২ সালে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারদের অকাতরে প্রাণ বিলিয়ে, একাত্তরে লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আর চব্বিশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। আরেকটি বিষয়, বাংলা ভাষার চর্চাটা সীমিত হয়ে যাচ্ছে। এটা দুঃখজনক। আমরা সিটি করপোরেশন থেকে চেষ্টা করছি, আমরা যাদের ট্রেড লাইসেন্স দিচ্ছি, তারা যেন সাইনবোর্ডে বাংলা ব্যবহার করে, সেটা নিশ্চিত করতে।’

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সবাই মিলে যেন ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারি, এটাই প্রত্যাশা। বাংলা ভাষার বিকৃতি হচ্ছে, এফএম রেডিওসহ বিভিন্ন মাধ্যমে বাংলা-ইংরেজি মিলিয়ে একটি জগাখিচুড়ি অবস্থা তৈরি করা হয়েছে। এই বিকৃতি সবাই মিলে রোধ করতে হবে।’

এবার শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর ফের চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হলো। সংস্কারকাজের জন্য ২০২১ সাল থেকে এ শহীদ মিনারে সবধরনের আনুষ্ঠানিকতা বন্ধ ছিল। ২০২৩ সালে কাজ শেষ হলেও নির্মাণ নিয়ে সংস্কৃতিকর্মীদের আপত্তির কারণে শহীদ মিনারের ফটক বন্ধ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান, বেতন কত?

পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত

নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে প্রার্থীর কর্মী নিহত

পৃথিবীর বায়ুমণ্ডলের কণা ‘গিলে’ নিচ্ছে চাঁদ

জরুরি বৈঠকে জামায়াত

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে : নুরুদ্দিন অপু

পশ্চিম তীরে ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত

ঘরে আগুন লাগার ঝুঁকি কমাতে জেনে নিন

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

১০

বিএনপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতাকর্মী

১১

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

১৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনে নতুন কমিটি গঠন

১৫

গাজীপুরে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ড

১৬

স্ত্রী-সন্তানসহ রাব্বীর জানাজা অনুষ্ঠিত, দাফন শনিবার

১৭

সিলেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ড নিয়ে পুলিশের বার্তা

১৮

হাবিপ্রবিতে এক আসনের বিপরীতে লড়বে ৫২ শিক্ষার্থী

১৯

এমনি এমনিই ইনকিলাব হয়ে ওঠেনি : জুমা

২০
X